নিউজ ফাস্ট

ইমাম বাটনের শেয়ারদর কমেছে ১৭%

 

তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের চার কার্যদিবসে প্রায় ১৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ দর হারানোর তালিকায় কোম্পানিটি শীর্ষে অবস্থান করছে। সপ্তাহ শুরুর ১৩০ টাকা ১০ পয়সার শেয়ারটি সপ্তাহ শেষে কমে দাঁড়িয়েছে ১০৮ টাকা ৪০ পয়সায়। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৩ কোটি ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। 


ডিএসইতে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করা কোম্পানিটি সর্বশেষ ২০১৯-২০ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ২০২০ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ইমাম বাটনের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৯ পয়সা।

কোন মন্তব্য নেই