প্যারিস বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন ড. ইউনূস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

প্যারিস বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন ড. ইউনূস

 

ফ্রান্সের প্যারিস বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস। বুধবার (৭ আগস্ট) ফ্রান্সের প্যারিস বিমানবন্দর থেকে রওনা দেন তিনি।

 

আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর দুইটা ২০ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

এদিকে, ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সরকারের সদস্য সংখ্যা ১৫ জন হতে পারে। আগামীকাল বুধবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবেন বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তবে উপদেষ্টা হিসেবে আরও কারা থাকছেন তা এখনও জানা জায়নি।

এর আগে, বুধবার শ্রম আইন লঙ্গনের মামলায় ড. ইউনূসের ৬ মাসের সাজা বাতিল করে তাকে খালাস দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

কোন মন্তব্য নেই