পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের এএমডি কায়সার আলী
শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী পদত্যাগ করেছেন।
ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মাওলার কাছে বুধবার (০৭ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দেন।
এর আগে ব্যাংকটির সিবিএর শীর্ষ কর্মকর্তা আনিসুর রহমান বলেছেন, ২০১৭ সালের পরে যত এক্সিকিউটিভ ইসলামী ব্যাংকে এসেছেন, তারা আর এই ব্যাংকে ঢুকতে পারবেন না।
তিনি আরো বলেন, ২০১৭ সালের পর থেকে সকল অবৈধ পরীক্ষাবিহীন নিয়োগ বাতিল করা হবে। একইসঙ্গে এই সময় যাদের অবৈধভাবে চাকরি বাতিল করা হয়েছে তাদের চাকরি পুনরায় দেয়া হবে।
একইসাথে যারা গত সাত বছরে প্রমোশন থেকে বঞ্চিত হয়েছেন তাদের যথাযথ প্রমোশন ফিরিয়ে দেওয়া হবে।
বুধবার ঢাকাস্থ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ব্যাংকটির গত সাত বছরের বঞ্চিত নেতারা জড়ো হওয়ার পর আনিসুর রহমান তাদের এসব কথা বলেন।
কোন মন্তব্য নেই