শেখ হাসিনা আমাকে পদ্মায় দুইবার চুবাতে চেয়েছিলেন: ড. ইউনূস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শেখ হাসিনা আমাকে পদ্মায় দুইবার চুবাতে চেয়েছিলেন: ড. ইউনূস

 


অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।


গত মার্চে কালের কণ্ঠে একান্ত সাক্ষাৎকারে কথা বলেছিলেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘শেখ হাসিনা আমাকে পদ্মায় দুইবার চুবাতে চেয়েছিলেন।


ড. ইউনূস বলেন, ‘উনি (শেখ হাসিনা) আমার ওপরে ক্ষোভ। কেন ক্ষোভ তা আমার জানা  নাই। আমি এমন কিছু করি নাই যে তিনি আমার ওপর ক্ষোভ দেখাতে পারেন।’ 


এক প্রশ্নের জবাবে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, ‘আমি তো অর্থ আত্মসাৎ করিনি।


আমার তো ব্যক্তিগত অর্থ অর্জনের কাম্য ছিল না। সুতরাং আমি কেন এখানে অর্থ আত্মসাৎ করতে যাব। কেন আমি জালিয়াতির আশ্রয় নেব। এটা হয় না।

কোন মন্তব্য নেই