পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোর ঘোষণা কিমের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোর ঘোষণা কিমের

 

পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বাড়ানোর ঘোষণা কিম জং উনের

আন্তর্জাতিক ডেস্ক: পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোর ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সম্প্রতি দেশটির নৌবাহিনীর নবনির্মিত যুদ্ধজাহাজ চো হিওন পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন। মঙ্গলবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেসিএনএ। খবর—ব্লুমবার্গ।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়ার জবাবে পিয়ংইয়ং এ সিদ্ধান্ত নিয়েছে। ওয়াশিংটন ও সিউল তাদের মহড়াকে প্রতিরক্ষামূলক বলে দাবি করলেও উত্তর কোরিয়া একে “যুদ্ধের উসকানি” হিসেবে আখ্যায়িত করছে।

কিম বলেন, “দেশের চারপাশের নিরাপত্তা পরিবেশের কারণে উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র কর্মসূচির দ্রুত সম্প্রসারণ করতে হবে এবং নৌবাহিনীর বিকাশ ঘটাতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, “যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক জোট ও শক্তি প্রদর্শন যুদ্ধ শুরু করার ইচ্ছার স্পষ্ট প্রকাশ এবং এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তা ধ্বংসের উৎস।”

কেসিএনএ জানিয়েছে, নতুন যুদ্ধজাহাজের আধুনিক অস্ত্র ব্যবস্থা দেখে কিম সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, নৌবাহিনীকে উচ্চ প্রযুক্তির ও পারমাণবিক অস্ত্রধারী বাহিনী হিসেবে গড়ে তুলতে পরিকল্পনা অনুযায়ী কাজ এগোচ্ছে।

এর আগে গত নভেম্বরেও কিম ঘোষণা দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তা অংশীদারিত্ব থেকে সৃষ্ট হুমকি মোকাবিলায় উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা “সীমাহীনভাবে” বাড়ানো হবে।

কিমের ভাষায়, “দেশের নিরাপত্তা রক্ষার একমাত্র উপায় হলো শত্রুদের ভীত করা, আর তা বাস্তব পদক্ষেপের মাধ্যমেই সম্ভব।”

কোন মন্তব্য নেই