সামিট পাওয়ারের ১০২ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র বিক্রি করছে সংযুক্ত আরব আমিরাতের কোম্পানিকে
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-তে প্রকাশিত এক ঘোষণায় কোম্পানিটি এ তথ্য জানায়। বিদ্যুৎ কেন্দ্রটি ২০১১ সালের ১ এপ্রিল থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে বিদ্যুৎ সরবরাহের সর্বশেষ চুক্তি ২০২৪ সালের ২২ মার্চ শেষ হয়।
যদিও ২০২৪ সালের ২৯ এপ্রিল বিপিডিবি-এর সম্মতিক্রমে ‘No Electricity No Pay’ নীতি অনুসারে প্ল্যান্টটি আরও দুই বছরের জন্য চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, তবে ২০২৪ সালের ১৯ আগস্ট থেকে প্ল্যান্টটি বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে সামিট পাওয়ার বিপিডিবি থেকে একটি অনাপত্তিপত্র পান, যেখানে বলা হয় যে বিদ্যুৎ ক্রয় চুক্তি নবায়নের আর কোনো সুযোগ নেই এবং বাংলাদেশে প্ল্যান্টটির কার্যকালের মেয়াদ শেষ হয়েছে।
এরপর কোম্পানির পরিচালনা পর্ষদ ৮ মে প্ল্যান্টটি বিক্রি করার সিদ্ধান্ত নেন এবং সম্ভাব্য ক্রেতার সঙ্গে আলোচনার জন্য ব্যবস্থাপনাকে অনুমোদন দেন। পরবর্তী পর্যায়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই নিবন্ধিত সাবসন এনার্জি এফজেডকো-এর সঙ্গে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়।
কোন মন্তব্য নেই