১৩ আগস্ট ব্লক মার্কেটে দুই কোম্পানির বড় লেনদেন
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এই প্রতিষ্ঠানগুলোর মোট শেয়ার লেনদেনের পরিমাণ ৯ কোটি ৬১ লাখ ৩৬ হাজার টাকা।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের, যার পরিমাণ ১ কোটি ২৬ লাখ ১২ হাজার টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে আলহাজ্ব টেক্সটাইল মিলস, যেখানে ১ কোটি ১ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে অবস্থান করছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড, যার শেয়ার লেনদেন হয়েছে ৭২ লাখ ৫৫ হাজার টাকা।
এর বাইরে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের শেয়ারের লেনদেন হয়েছে ৭১ লাখ ২৭ হাজার টাকা, এবং সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লেনদেন হয়েছে ৭০ লাখ ৪৬ হাজার টাকা।
ব্লক মার্কেটের এ ধরনের বড় লেনদেন সাধারণত বিনিয়োগকারীদের আস্থা ও বাজারের চলমান কার্যক্রমের গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়।
কোন মন্তব্য নেই