শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে মুখ খুললেন তানজিন তিশা, জানালেন নিজের অবস্থান
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে মুখ খুললেন তানজিন তিশা, জানালেন নিজের অবস্থান
বিনোদন প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৫, ০৮:০৯
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে এক অনলাইন ফ্যাশন ব্র্যান্ডের প্রচার না করার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির দাবি, তিনি একটি শাড়ি নিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় প্রচার করেননি। তবে তিশা বিষয়টি অস্বীকার করে জানিয়েছেন, শাড়িটি তিনি উপহার হিসেবে পেয়েছিলেন, এর সঙ্গে কোনো চুক্তি ছিল না।
‘এ্যাপোনিয়া’ নামের অনলাইন ফ্যাশন পেজের কর্ণধার ঝিনুক জানান, গত জানুয়ারিতে তিশা ২৮ হাজার ৮০০ টাকার একটি হলুদ জামদানি শাড়ি পছন্দ করেন। জনপ্রিয় অভিনেত্রী হওয়ায় তিনি প্রস্তাব দেন, শাড়িটি বিনা মূল্যে দেবেন—তবে শর্ত ছিল, তিশা সেটি পরে ছবি তুলে তাঁর সোশ্যাল মিডিয়ায় প্রচার করবেন।
ঝিনুকের দাবি, শাড়িটি পাঠানোর পর প্রায় দশ মাস কেটে গেলেও তিশা সেই প্রতিশ্রুতি রাখেননি। কয়েকবার যোগাযোগের পরও কোনো সাড়া না পেয়ে তিনি এখন আইনগত পদক্ষেপের কথা ভাবছেন।
এদিকে তিশা নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন,
“গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হাহা! আর ফটোশুটই যদি করাতে চান, পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম।”
অভিযোগ প্রকাশের সময় তিশা ব্যস্ত ছিলেন তাঁর প্রথম সিনেমা ‘সোলজার’-এর শুটিংয়ে, যেখানে তাঁর সহ–অভিনেতা শাকিব খান। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ।
সম্প্রতি এক পুরস্কার অনুষ্ঠানে তিশা বলেন,
“নতুন এক যাত্রা শুরু করেছি। এটা একটা টিমওয়ার্ক। সবার কাছে দোয়া চাই, যাতে এই নতুন যাত্রায় ভালো করতে পারি।”
দেশপ্রেম, বাস্তবতা ও আশার গল্প নিয়ে নির্মিত ‘সোলজার’ সিনেমায় আরও অভিনয় করছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, ও জান্নাতুল ঐশী। নির্মাতা জানিয়েছেন, এ বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
কোন মন্তব্য নেই