গাইবান্ধায় এসপি নিশাত অ্যাঞ্জেলা ও ওসিসহ তিনজন পুলিশের বিরুদ্ধে মামলা
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
গাইবান্ধায় এসপি নিশাত অ্যাঞ্জেলা ও ওসিসহ তিনজন পুলিশের বিরুদ্ধে মামলা
গাইবান্ধা প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪
গাইবান্ধায় বেআইনিভাবে এক পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত মোবাইল ফোন ও ল্যাপটপ আটকে রাখার অভিযোগে পুলিশ সুপার (এসপি) নিশাত অ্যাঞ্জেলা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার এবং এক বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে গাইবান্ধা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন সদর থানার সাবেক উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামানের স্ত্রী কাজলী খাতুন (৩১)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেন আদালতের পেশকার হাফিজুর রহমান।
মামলায় আসামি করা হয়েছে গাইবান্ধার পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা, সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার ও এসআই মনিরুজ্জামানের দুঃসম্পর্কের আত্মীয় তারেকুজ্জামান তুহিনকে।
এজাহারে উল্লেখ করা হয়, গত মার্চ মাসে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ফেসবুকে মন্তব্য করেন তুহিন। পরে ২৫ মার্চ বিকেলে ওসির মাধ্যমে এসআই মনিরুজ্জামানকে পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে নেওয়া হয়। সেখানে তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করে ব্যক্তিগত জিম্মায় রাখেন এসপি নিশাত অ্যাঞ্জেলা। এ সময় বিষয়টি ফাঁস করলে চাকরির ক্ষতি ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী জান্নাতি ফেরদৌসী লাবনী জানান, “আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে।”
এদিকে মামলার পরদিন, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এসআই মনিরুজ্জামানকে জয়পুরহাটের কালাই থানা থেকে জয়পুরহাট পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
এ বিষয়ে সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার বলেন, “এসআই মনিরুজ্জামান তার ফেসবুক আইডি থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কটূক্তি করেন। বিষয়টি যাচাইয়ের জন্য তার মোবাইল ও ল্যাপটপ ফরেনসিক পরীক্ষার উদ্দেশ্যে ঢাকায় পাঠানো হয়।”
গাইবান্ধার পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলার বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই