৬ বছরেও ভাঙা সেতু অচল, ঝালকাঠির ৩০ গ্রামের মানুষ অবরুদ্ধ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৬ বছরেও ভাঙা সেতু অচল, ঝালকাঠির ৩০ গ্রামের মানুষ অবরুদ্ধ

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

৬ বছরেও ভাঙা সেতু অচল, ঝালকাঠির ৩০ গ্রামের মানুষ অবরুদ্ধ


ঝালকাঠি প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪

ঝালকাঠির রাজপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সন্ধ্যা নদীতে গাছবাহী নৌকার ধাক্কায় ভেঙে যাওয়া ২২৫ ফুট দৈর্ঘ্যের আয়রন ব্রিজটি ছয় বছরেও মেরামত করা হয়নি। ফলে রাজপুর, কাউখালী ও ঝালকাঠি উপজেলার প্রায় ৩০টি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

২০১৯ সালের ১১ ডিসেম্বর ভোরে একটি গাছবাহী নৌকা ব্রিজের পিলারে ধাক্কা দিলে এর মাঝের অংশ নদীতে পড়ে যায়। এরপর থেকে এলাকাবাসী বাঁশ ও কাঠ দিয়ে সাঁকো তৈরি করে ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এই সেতুটি রাজপুর ও কাউখালী উপজেলার প্রধান সংযোগ সড়ক। প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৬০০ মানুষ এই পথে যাতায়াত করতেন। কৃষকরা হাটে কৃষিপণ্য পরিবহন করতেন এই রাস্তায়। এখন তাদের বিকল্প রাস্তায় ঘুরে যেতে হচ্ছে, ফলে সময় ও খরচ দুটোই বেড়েছে।

বিশেষ করে সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী প্রতিদিন যাতায়াতে বিপাকে পড়ছেন। বর্ষাকালে সাঁকোটি ভেসে যাওয়ার আশঙ্কা থাকায় তাদের জীবনের ঝুঁকিও বাড়ে।

স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা জানান, “বছরের পর বছর ধরে কর্তৃপক্ষকে জানালেও এখনো কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত সেতুটি নির্মাণ না হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।”

এ বিষয়ে ঝালকাঠির এলজিইডি নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম সরকার বলেন, “সেতুটি দাপ্তরিকভাবে চিহ্নিত আছে। প্রাক্কলন তৈরি করে বরাদ্দ চাওয়া হবে। বরাদ্দ পেলেই টেন্ডার দিয়ে কাজ শুরু করা হবে।”

কোন মন্তব্য নেই