রাওয়াল-মান্দানার ঝড়ো ব্যাটিংয়ে সেমিফাইনালে ভারত, বিদায় নিল নিউ জিল্যান্ড - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাওয়াল-মান্দানার ঝড়ো ব্যাটিংয়ে সেমিফাইনালে ভারত, বিদায় নিল নিউ জিল্যান্ড

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 

রাওয়াল-মান্দানার ঝড়ো ব্যাটিংয়ে সেমিফাইনালে ভারত, বিদায় নিল নিউ জিল্যান্ড


ক্রীড়া ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত প্রত্যাবর্তন করল ভারত। টানা তিন ম্যাচ হারার পর বৃহস্পতিবার রাতে নবি মুম্বাইয়ে নিউ জিল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে হারমানপ্রীত কৌরের দল।

টস হেরে ব্যাটিংয়ে নামা ভারত শুরু থেকেই দেখায় আগ্রাসন। ওপেনার স্মৃতি মান্দানাপ্রতিকা রাওয়াল জোড়া সেঞ্চুরি করে ভারতকে পৌঁছে দেন রেকর্ড ৩৪০ রানে (৪৯ ওভারে ৩ উইকেটে)। এটি ভারতের নারী বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

রাওয়াল ১২২ বলে ১০৫ ও মান্দানা ১০৪ রানে ইনিংস সাজান। তিন নম্বরে নেমে জেমিমা রদ্রিগেজ ৫৫ বলে ঝলমলে ৭৬ রান করে দলের বড় স্কোর গড়ায় ভূমিকা রাখেন।

বৃষ্টির কারণে পরে ম্যাচটি ৪৯ ওভারে নির্ধারিত হয় এবং ডিএলএস পদ্ধতিতে নিউ জিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৪৪ ওভারে ৩২৫ রান। কিন্তু শুরুতেই রেনুকা সিংয়ের দুরন্ত ইন-ডেলিভারিতে দুই ওপেনার ফেরার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি কিউইরা।

ব্রুক হ্যালিডে লড়াই করলেও (৮৪ রান, ৮১ বলে) দলের বাকিদের ব্যর্থতায় নিউজিল্যান্ড শেষ পর্যন্ত থামে ২৭১/৮-এ। ভারতের হয়ে রেনুকা, ক্রান্তি গৌড় ও রাওয়াল ছিলেন শৃঙ্খলিত বোলারদের সারিতে।

রাওয়ালের দিনটি যেন রূপকথার মতো — ব্যাটে সেঞ্চুরি, বলে প্রথম বিশ্বকাপ উইকেট। ভারতীয় স্পিনারদের নিখুঁত নিয়ন্ত্রণে নিউজিল্যান্ডের রানের চাকা একসময় প্রায় থমকে যায়।

এই জয়ে ভারতের সেমিফাইনাল নিশ্চিত হলো। শনিবারের দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচে ঠিক হবে তাদের প্রতিপক্ষ।

কোন মন্তব্য নেই