রাজধানীর বাজারে স্বস্তি নেই: ব্রয়লার ১৭০, পাঙাশ ১৮০, গরুর মাংস ৭৪০ টাকা কেজি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজধানীর বাজারে স্বস্তি নেই: ব্রয়লার ১৭০, পাঙাশ ১৮০, গরুর মাংস ৭৪০ টাকা কেজি

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রাজধানীর বাজারে স্বস্তি নেই: ব্রয়লার ১৭০, পাঙাশ ১৮০, গরুর মাংস ৭৪০ টাকা কেজি



অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
রাজধানীর মিরপুর, মানিকদী, ইসিবি চত্তরসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে—সবজির দামে সামান্য কমতি এলেও মাছ, মাংস ও ডিমের বাজারে এখনও স্বস্তির ছোঁয়া নেই।

বিক্রেতারা জানান, বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০–১৮০ টাকা, লেয়ার মুরগি ৩১০ টাকা, সোনালি ২৮০ টাকা, পাকিস্তানি মুরগি ৩২০ টাকা এবং দেশি মুরগি ৬০০ টাকা দরে। এছাড়া দেশি পাতিহাঁসের কেজি দাম ৫৫০–৬০০ টাকা

এক বিক্রেতা বলেন, “গত সপ্তাহে পাইকারিতে ব্রয়লারের দাম ছিল ১৮০ টাকার ওপরে, এখন নেমে এসেছে ১৫৫–১৬০ টাকায়। তাই খুচরায় ১৭০ টাকায় বিক্রি করছি। তবে খাবার ও পরিবহন খরচ না কমলে দাম আরও নামবে না।”

ক্রেতারা জানান, “ব্রয়লার ছাড়া অন্য কোনো মুরগি এখন হাতের নাগালে নেই। ছোট সোনালি মুরগি কিনতেও ৩৫০ টাকা লাগে। মাসের শেষ, কোনোভাবে দিন চালাতে পারলেই স্বস্তি।”

রাজধানীর মাছের বাজারেও একই চিত্র। আকারভেদে রুই মাছ ৩১০–৪৫০ টাকা, কাতল ৪০০–৪৫০, শিং ৫০০–৫৫০, চাষের মাগুর ৫০০, কৈ ২০০–২৫০, পাঙাশ ১৮০–২০০ এবং তেলাপিয়া ১৫০–২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতাদের দাবি, খামার পর্যায়ের দাম ও পরিবহন ব্যয় অপরিবর্তিত থাকায় খুচরা দামে কোনো পরিবর্তন আনা যাচ্ছে না।

এদিকে, রাজধানীর খুচরা বাজারে গরুর মাংস ৭৫০–৮০০ টাকা, খাসির মাংস ১,০০০–১,১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সুপারশপগুলোতে গরুর মাংস কিছুটা কমে ৭৪০ টাকায় পাওয়া যাচ্ছে

সব মিলিয়ে, বাজারে কিছু পণ্যের দাম কমলেও মাংস, মাছ ও ডিমের বাজারে স্বস্তির কোনো ইঙ্গিত এখনো নেই

কোন মন্তব্য নেই