নরসিংদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচাপায় অটোরিকশা চালকসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নরসিংদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচাপায় অটোরিকশা চালকসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 নরসিংদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাসচাপায় অটোরিকশা চালকসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু



নরসিংদী প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪
নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশা চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গভীর রাতে ঢাকা–সিলেট মহাসড়কের মাধবদীর রাইনাদি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রাইনাদি এলাকার রবিউল্লাহর ছেলে অটোরিকশা চালক ফাহিম মিয়া (২৮), আলতাফ হোসেনের ছেলে সাব্বির (২৫) এবং অজিবর মিয়ার ছেলে সিয়াম (২২)

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে ঢাকা থেকে সিলেটগামী একটি দ্রুতগামী বাস রাইনাদি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিয়াম নামের এক যাত্রী মারা যান।

স্থানীয়রা আহত ফাহিম ও সাব্বিরকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের ঢাকায় পাঠান। পরে ঢাকায় নেওয়ার পথে চালক ফাহিম মারা যান এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাব্বিরের মৃত্যু হয়।

ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “বাসের চাপায় প্রথমে দুইজনের মৃত্যু হয়, পরে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘাতক বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

পুলিশ ও স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটে।

কোন মন্তব্য নেই