রাজধানীর বাজারে স্বস্তির হাওয়া: কমেছে সবজির দাম, ক্রেতাদের মুখে হাসি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজধানীর বাজারে স্বস্তির হাওয়া: কমেছে সবজির দাম, ক্রেতাদের মুখে হাসি

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রাজধানীর বাজারে স্বস্তির হাওয়া: কমেছে সবজির দাম, ক্রেতাদের মুখে হাসি



অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
রাজধানীর সবজির বাজারে অবশেষে এসেছে কিছুটা স্বস্তি। বিগত কয়েক মাস ধরে উচ্চমূল্যে থাকা সবজির দামে এই সপ্তাহে নেমেছে কিছুটা নরমভাব। রাজধানীর মানিকদী, ইসিবি চত্তর, মিরপুর ও কালশী এলাকার বাজার ঘুরে দেখা গেছে—অনেক সবজির দাম কমে এসেছে, যা ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।

বিক্রেতারা জানান, নতুন সবজি বাজারে আসতে শুরু করেছে। শীতের আগমনের সঙ্গে সঙ্গে সরবরাহ আরও বাড়বে, ফলে দাম আরও কমে আসবে বলে আশা করছেন তারা।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বিভিন্ন বাজারে দেখা যায়, প্রতি কেজি করলা ৮০ টাকা, ঢেঁড়শ ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, চিচিঙ্গা ৪০–৮০ টাকা, ঝিঙে ৬০ টাকা, ধন্দুল ৫০ টাকা এবং বেগুন ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া পটল ৬০ টাকা, শিম ১২০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁচা কলা (হালি) ৩০ টাকা, লাউ ৫০ টাকা (প্রতি পিস), ফুলকপি ও বাঁধাকপি (ছোট) ৫০ টাকা, মূলা ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা এবং কচু ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে কিছু সবজির দাম এখনও তুলনামূলক বেশি। কাঁচা মরিচ ১৬০ টাকা কেজি, টমেটো ১২০ টাকা, গাজর ১০০ টাকা, আলু ২০ টাকা এবং শসা ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা ক্রেতারা জানান, “গত কয়েক মাস ধরে সবজির দাম খুব বেশি ছিল। এখন কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। আগে ১০০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যেত না, এখন বেশিরভাগই ৫০ থেকে ৮০ টাকায় কিনতে পারছি।”

দাম কমে আসায় অনেক ক্রেতাই এখন একসঙ্গে বেশি পরিমাণে সবজি কিনছেন। বিক্রেতারাও বলছেন, বিক্রি আগের তুলনায় বেড়েছে, ধীরে ধীরে বাজারে প্রাণ ফিরছে।

কোন মন্তব্য নেই