স্বর্ণের বাজারে বড় ধস: ভরিতে কমলো ৮ হাজার টাকা, রুপার দামও নিচের দিকে
স্বর্ণের বাজারে বড় ধস: ভরিতে কমলো ৮ হাজার টাকা, রুপার দামও নিচের দিকে
টাইমস এক্সপ্রেস ২৪ ডেস্ক:
আন্তর্জাতিক বাজারে বড় দরপতনের প্রভাব পড়েছে দেশের স্বর্ণ বাজারেও। টানা আট দফা বৃদ্ধির পর অবশেষে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক লাফে ভরিতে কমেছে ৮ হাজার ৩৮৬ টাকা, যা সাম্প্রতিক সময়ে স্বর্ণের দামে সবচেয়ে বড় পতন বলে মনে করা হচ্ছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। নতুন এই দর আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে কার্যকর হবে।
এর আগে ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছিল ভরিতে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়। নতুন দরে ২১ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা, আর সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকায়।
একই সঙ্গে রুপার দামেও সামান্য পতন দেখা গেছে। ২২ ক্যারেট মানের এক ভরি রুপা এখন বিক্রি হবে ৫ হাজার ৪৭০ টাকায়, যা আগের দাম ৬ হাজার ২০৫ টাকা থেকে ৭৩৫ টাকা কম।
বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রিমূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত থাকবে। গহনার নকশা ও মানের ওপর ভিত্তি করে মজুরি ভিন্ন হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
নতুন দর কার্যকর হওয়ার পর থেকে—
-
২২ ক্যারেট স্বর্ণে ভরিতে কমেছে ৮,৩৮৬ টাকা,
-
২১ ক্যারেটে ৮,০০২ টাকা,
-
১৮ ক্যারেটে ৬,৮৫৯ টাকা,
-
সনাতন পদ্ধতির স্বর্ণে ৫,৮৫৫ টাকা।
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বড় দরপতনের কারণেই এই সমন্বয় আনতে হয়েছে। তবে দাম কমলেও দেশের বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম এখনো ২ লাখ টাকার ওপরে রয়েছে।

কোন মন্তব্য নেই