অ্যাটলির ১৫০ কোটি রুপির বিজ্ঞাপনে রণবীর সিং ও শ্রীলীলা, ফিরছে ‘ক্যাপ্টেন চিং’ চরিত্র - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অ্যাটলির ১৫০ কোটি রুপির বিজ্ঞাপনে রণবীর সিং ও শ্রীলীলা, ফিরছে ‘ক্যাপ্টেন চিং’ চরিত্র

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

অ্যাটলির ১৫০ কোটি রুপির বিজ্ঞাপনে রণবীর সিং ও শ্রীলীলা, ফিরছে ‘ক্যাপ্টেন চিং’ চরিত্র



বলিউড তারকারা যখন বিজ্ঞাপনে কাজ করেন, তখন সেটি শুধু একটি প্রচারণা নয়—একটি ইভেন্টে পরিণত হয়। এবার ঠিক তেমনই আলোচনায় এসেছে দক্ষিণ ভারতের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমারের নতুন বিজ্ঞাপনচিত্র, যেখানে অভিনয় করছেন রণবীর সিং, ববি দেওল ও শ্রীলীলা।

সিয়াসাত ডটকমের তথ্য অনুযায়ী, অ্যাটলির পরিচালনায় চিং’স দেশি চাইনিজ ব্র্যান্ডের এই বিজ্ঞাপনটির বাজেট প্রায় ১৫০ কোটি রুপি—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০৭ কোটি ৮৯ লাখ টাকা। এটিকে এখন পর্যন্ত ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিজ্ঞাপনগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে।

সূত্রের বরাতে জানা গেছে, এই বিজ্ঞাপনে ফিরে আসছে রণবীর সিংয়ের জনপ্রিয় চরিত্র ‘ক্যাপ্টেন চিং’। বিজ্ঞাপনটি নির্মিত হচ্ছে একদম সিনেমাটিক ঢঙে—দুর্দান্ত অ্যাকশন, চোখধাঁধানো ভিজ্যুয়াল, এবং অ্যাটলির স্বাক্ষরধারী এনার্জি ভরপুর উপস্থাপনায়। বিশাল সেট, আধুনিক ভিএফএক্স ও একাধিক লোকেশনে শুটিংয়ের কারণে বাজেট ছাড়িয়ে গেছে সাম্প্রতিক কিছু বড় সিনেমা যেমন ‘ছাবা’ (১৩০ কোটি) ও ‘রেইড টু’ (১২০ কোটি)-এর ব্যয়ও।

অ্যাটলি কুমার ২০১৩ সালে ‘রাজা রানি’ সিনেমার মাধ্যমে পরিচালনায় অভিষেক ঘটান। তার পরিচালিত বেশিরভাগ সিনেমাই বাণিজ্যিকভাবে সফল হয়েছে—যেমন ‘থেরি’, ‘মের্শাল’, ‘বিগিলি’ ও শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’।

এদিকে, শোনা যাচ্ছে অ্যাটলি ও ‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুনকে নিয়ে নির্মিতব্য নতুন সিনেমা ‘AA22×A6’–এর কাজও শুরু হচ্ছে শিগগিরই। এই সিনেমার বাজেট ধরা হয়েছে প্রায় ৮০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৪০০ কোটি টাকা)—যা হতে পারে দক্ষিণ ভারতের অন্যতম বৃহত্তম প্রজেক্ট।

কোন মন্তব্য নেই