খুলনায় নারীকে গলা কেটে হত্যা, ছাদের পানির ট্যাংকি থেকে যুবক আটক

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
খুলনায় নারীকে গলা কেটে হত্যা, ছাদের পানির ট্যাংকি থেকে যুবক আটক
নিজস্ব প্রতিবেদক, খুলনা || টাইমস এক্সপ্রেস ২৪
খুলনায় নৃশংসভাবে আছিয়া বেগম (৪৫) নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে খুলনার ফুলতলা উপজেলার দমদম ইউনিয়নের হ্যাচারিপাড়া মোড়সংলগ্ন একটি বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত আছিয়া বেগম স্থানীয় শহীদ মোল্লার স্ত্রী।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন জানান, আটক যুবকের নাম মো. হোসেন কাজী, তিনি নড়াইল সদর উপজেলার রেজা কাজীর ছেলে।
হত্যার পর তিনি পালিয়ে বাড়ির ছাদের পানির ট্যাংকির মধ্যে লুকিয়ে ছিলেন, সেখান থেকে পুলিশ তাকে আটক করে।
ওসি বলেন, “প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে হত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আছিয়া বেগম দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করছিলেন। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কোন মন্তব্য নেই