ওয়ানডে ক্রিকেটে ইতিহাস: পেসার ছাড়াই ৫০ ওভার করল ওয়েস্ট ইন্ডিজের স্পিন আক্রমণ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ওয়ানডে ক্রিকেটে ইতিহাস: পেসার ছাড়াই ৫০ ওভার করল ওয়েস্ট ইন্ডিজের স্পিন আক্রমণ

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 ওয়ানডে ক্রিকেটে ইতিহাস: পেসার ছাড়াই ৫০ ওভার করল ওয়েস্ট ইন্ডিজের স্পিন আক্রমণ


ক্রীড়া প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সৃষ্টি হলো ওয়ানডে ক্রিকেটের এক অবিশ্বাস্য ইতিহাস। প্রথমবারের মতো কোনো দল পুরো ৫০ ওভারই স্পিনারদের দিয়ে বল করিয়েছে। এই রেকর্ডটি গড়েছে ওয়েস্ট ইন্ডিজ, প্রতিপক্ষ বাংলাদেশ।

১৯৭১ সালে ওয়ানডে ক্রিকেটের যাত্রা শুরু হয়। এরপর থেকে ৪৯১২টি ম্যাচে কখনও এমন ঘটনা ঘটেনি—যেখানে এক ইনিংসে পেসাররা এক বলও করেননি। ১৯৯৬ সালে শ্রীলঙ্কা ৪৪ ওভার স্পিনে করিয়েছিল, সেটিই ছিল আগের রেকর্ড। আজ সেই রেকর্ড ভেঙে দিল ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজের ৫ জন স্পিনার মিলে পুরো ৫০ ওভার বোলিং সম্পন্ন করেন। দলে পেসার জাস্টিন গ্রেভস থাকলেও অধিনায়ক শেই হোপ তার হাতে বল তুলে দেননি।

সবচেয়ে চমক জাগানিয়া পারফরম্যান্স ছিল আলিক আথানজে’র। এর আগে তার ওয়ানডে বোলিং অভিজ্ঞতা ছিল মাত্র ৪ ওভার। কিন্তু আজ তিনি করেন ১০ ওভারে মাত্র ১৪ রান খরচে ২ উইকেট, সঙ্গে ৫০টি ডট বল—ইকোনমি ১.৪০!

তার সঙ্গে আকিল হোসেন, রোস্টন চেজ, খারি পিয়ের ও গুদাকেশ মোতি ভাগ করে নেন বাকি ৪০ ওভার।
আকিল হোসেনের গল্পটিও অনন্য—গতরাত আড়াইটায় বাংলাদেশে এসে পৌঁছান, সকালে বিশ্রাম না নিয়েই দুপুরে নেমে পড়েন মাঠে। ১০ ওভারে ৪১ রানে নেন ২ উইকেট।

এর আগে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২১৩ রান করে, ৭ ইনিংস পর ৫০ ওভার সম্পূর্ণ করে।
তাই মিরপুরের এই ম্যাচে দুই দলই স্পিননির্ভর বোলিংয়ে নামে—বাংলাদেশের একমাত্র পেসার ছিলেন মোস্তাফিজুর রহমান, বাকিরা সবাই স্পিনার: নাসুম আহমেদ, তানভীর ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন।

স্পিনের ঘূর্ণিতে জমে উঠেছে ম্যাচ, এখন দেখার বিষয়—শেষ হাসি কে হাসে, বাংলাদেশ না ওয়েস্ট ইন্ডিজ।

কোন মন্তব্য নেই