শরীয়তপুরে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু, স্বর্ণালঙ্কার উধাও

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শরীয়তপুরে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু, স্বর্ণালঙ্কার উধাও
শরীয়তপুর প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪
শরীয়তপুর পৌরসভার রূপনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে নাজমা বেগম (৪২) নামের এক গৃহকর্মীর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল মালেক মাদবরের বাড়ির দ্বিতীয় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নাজমা নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের ডগ্রি গ্রামের সেকেন্দার কাজীর মেয়ে।
পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করছি, কেউ গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করেছে। ঘরের আলমারি খোলা ছিল এবং জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর আগে নাজমা বেগমের বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি ছেলে নিলয়কে (অষ্টম শ্রেণি) নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন এবং জীবিকার জন্য অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করতেন।
মঙ্গলবার সকালে নিলয় স্কুলে গেলে নাজমা একা ছিলেন। দুপুরে স্কুল থেকে ফিরে এসে সে মাকে খাটের উপর গলায় ফাঁস লাগানো অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহতের ভাই দ্বীন ইসলাম বলেন, “কয়েক দিন আগে বোন কিছু স্বর্ণালঙ্কার বন্দক থেকে ছাড়িয়ে এনেছিল। সেই গয়না এখন নেই। নিশ্চয়ই কেউ স্বর্ণের জন্য তাকে হত্যা করেছে।”
বাসার মালিকের স্ত্রী নাজমুন নাহার বলেন, “তিনি ভালো মানুষ ছিলেন, খুব কষ্ট করে সংসার চালাতেন। তাকে হত্যা করে হাত, গলা ও নাকের গয়না নিয়ে গেছে।”
ওসি হেলাল উদ্দিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
কোন মন্তব্য নেই