গাজীপুরে ছাত্রী ধর্ষণের প্রতিবাদে চবিতে ইসলামী ছাত্রীসংস্থার মানববন্ধন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গাজীপুরে ছাত্রী ধর্ষণের প্রতিবাদে চবিতে ইসলামী ছাত্রীসংস্থার মানববন্ধন

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 গাজীপুরে ছাত্রী ধর্ষণের প্রতিবাদে চবিতে ইসলামী ছাত্রীসংস্থার মানববন্ধন


চবি প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক ছাত্রী ধর্ষণের ঘটনায় এবং সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ইসলামী ছাত্রীসংস্থা

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ নারী শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রীসংস্থার সাধারণ সম্পাদক ও চাকসুর ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দীপা, প্রচার সম্পাদক উমাইমা শিবলী রিমা, শামসুন নাহার হলের ভিপি ফাইরোজ ফেরদৌস এবং প্রীতিলতা হলের সমাজসেবা সম্পাদক কুলসুম খাতুন প্রমুখ।

নাহিমা আক্তার দীপা বলেন, “দেশে প্রতিনিয়ত নারী ও শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে, কিন্তু বিচার মিলছে না। আমরা একটি নিরাপদ রাষ্ট্র চাই, যেখানে নারী ও শিশুরা নির্ভয়ে থাকতে পারবে। আমরা কোনো সহানুভূতি নয়, সঠিক বিচার চাই।”

প্রচার সম্পাদক উমাইমা শিবলী রিমা বলেন, “নারীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু অপরাধীরা শাস্তি না পাওয়ায় নির্যাতনের হার কমছে না। তাই ধর্ষণকারীদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি দিতে হবে।”

সংগঠনের নেতৃবৃন্দ আরও দাবি করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে মনিটরিং সেল গঠন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া জরুরি।

কোন মন্তব্য নেই