রূপনগর কেমিক্যাল গোডাউনে আগুনের ধোঁয়া ৪৮ ঘণ্টা পরও অব্যাহত, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রূপনগর কেমিক্যাল গোডাউনে আগুনের ধোঁয়া ৪৮ ঘণ্টা পরও অব্যাহত, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রূপনগর কেমিক্যাল গোডাউনে আগুনের ধোঁয়া ৪৮ ঘণ্টা পরও অব্যাহত, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস


সংবাদ:

ঢাকা: রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের দুই দিন পরও ধোঁয়া বের হচ্ছে। বুধবার আগুন নিয়ন্ত্রণে এলেও বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর পর্যন্ত সম্পূর্ণভাবে নির্বাপণ করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এখনো গোডাউন থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে এবং ঘটনাস্থলে ৪টি ইউনিট আগুন সম্পূর্ণ নির্বাপণের কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, “এখনো ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। আমাদের ৪টি ইউনিট আগুন সম্পূর্ণ নির্বাপণের জন্য কাজ করছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, নতুন করে আগুন লাগার কোনো আশঙ্কা নেই।”

গত মঙ্গলবার রাতে রূপনগর এলাকার একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দীর্ঘ সময় ধরে কাজ করে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে, এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের তীব্রতা ও কেমিক্যালের কারণে ধোঁয়া দ্রুত নিভে যাচ্ছে না। পুরো এলাকা এখনো ধোঁয়ায় আচ্ছন্ন, ফলে আগুন সম্পূর্ণ নির্বাপণ ও শীতলীকরণে সময় লাগছে।

কোন মন্তব্য নেই