২০২ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, শিক্ষার্থীদের প্রতি মেহের আফরোজ শাওনের সমবেদনা

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
২০২ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, শিক্ষার্থীদের প্রতি মেহের আফরোজ শাওনের সমবেদনা
সংবাদ:
ঢাকা: সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি, যা শিক্ষাঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত বছর এ সংখ্যা ছিল মাত্র ৬৫টি।
ফলাফলের এই হতাশাজনক চিত্রে শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে নিজের ফেসবুক পেজে শাওন একটি ফটো কার্ড পোস্ট করে লেখেন—
“শূন্যস্থান পূরণ করো: ক) ‘March to _______।’ খ) ‘এই তোরা _____ তে আয়!’”
তিনি আরো লেখেন,
“মোরা অব দ্য স্টোরি: কোমলমতি মেধাবি শিক্ষার্থীরা, শুধু বিপ্লব বিপ্লব বলে চিৎকার করলেই হয় না, পড়াশোনাটাও ঠিকমতো করা লাগে। তা না হলে নিজের ইচ্ছায় বিপ্লব করছো, না কি অন্য কারো উদ্দেশ্য হাসিলের জন্য দাবার গুটি হচ্ছো, সেটাও বুঝতে পারবা না। তোমাদের জন্য সমবেদনা।”
শাওনের এই পোস্টে মুহূর্তেই ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। ইতোমধ্যে ৪ হাজারের বেশি রিঅ্যাকশন ও প্রায় আড়াই শতাধিক শেয়ার হয়েছে। অনেকে মন্তব্যে তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন, কেউ কেউ বলেছেন— “এই কথাগুলো সময়োপযোগী এবং বাস্তব।”
উল্লেখ্য, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার কমেছে, পাশাপাশি গত বছরের তুলনায় অর্ধেকেরও কম শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
কোন মন্তব্য নেই