অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু ১৯৯ রানের টার্গেট ছুড়ল বাংলাদেশ নারী দল

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু ১৯৯ রানের টার্গেট ছুড়ল বাংলাদেশ নারী দল
সংবাদ:
বিশাখাপত্তনম: নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রান সংগ্রহ করেছে নিগার সুলতানার দল। ফলে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৯৯ রান।
অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং আক্রমণের সামনে বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পড়লেও দলকে টেনে তোলেন শবনম মোস্তারি। তিনি ৮০ বলে ৯টি চার মেরে অপরাজিত ৬৬ রানের ইনিংস খেলেন। প্রথম ম্যাচে ফিফটি হাঁকানো রুবিয়া আক্তার ঝিলিক ৮টি চারে করেন ৪৪ রান।
এ ছাড়া শারমিন আক্তার ১৯ ও নিগার সুলতানা জ্যোতি ১২ রান করেন। উল্লেখযোগ্য বিষয় হলো— অতিরিক্ত খাত থেকে এসেছে ২৮ রান, যার মধ্যে ওয়াইডই ছিল ২২টি।
বল হাতে অস্ট্রেলিয়ার বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করেন।
-
অ্যালানা কিং ১০ ওভারে ৪ মেডেনসহ ১৮ রানে নেন ২ উইকেট।
-
জর্জিয়া ৭ ওভারে ১ মেডেনসহ ২২ রানে নেন ২টি।
-
অ্যানাবেল সাদারল্যান্ড ১০ ওভারে ৪১ রানে ২টি উইকেট দখল করেন।
-
অ্যাশলে গার্ডনার ৯ ওভারে ৪৮ রানে নেন ২টি উইকেট।
বিশ্বকাপে এর আগে বাংলাদেশ ৪ ম্যাচে ১টি জয় ও ৩টি হার নিয়ে পয়েন্ট তালিকার নিচের দিকে অবস্থান করছে। আজকের ম্যাচে জয় পেলে সেমিফাইনাল আশা টিকে থাকবে।
কোন মন্তব্য নেই