লালন আখড়ায় সাংবাদিকের ওপর হামলা: দুই আসামি গ্রেপ্তার, বাড়ানো হয়েছে নিরাপত্তা

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
লালন আখড়ায় সাংবাদিকের ওপর হামলা: দুই আসামি গ্রেপ্তার, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সংবাদ:
কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন— কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকার মৃত হোব্বার ছেলে মো. রিন্টু (২০) এবং কুমারখালীর ছেঁউড়িয়া এলাকার ওবাইদুল বিশ্বাসের ছেলে মো. ফাহিম। বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে লালন তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সময় ছেঁউড়িয়ায় কালী নদীর পাড়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন ঢাকা পোস্ট-এর কুষ্টিয়া প্রতিনিধি রাজু আহমেদ। আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বুধবার রাতে কুমারখালী থানায় মামলা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন,
“ঘটনার পর থেকেই পুলিশ হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপর ছিল। রাতভর অভিযান চালিয়ে মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।”
আগামীকাল শুক্রবার থেকে ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ি চত্বরে তিন দিনব্যাপী লালন তিরোধান দিবসের স্মরণোৎসব শুরু হবে। প্রথমবারের মতো জাতীয়ভাবে আয়োজিত এই উৎসবে দেশ-বিদেশ থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থীর আগমন প্রত্যাশা করা হচ্ছে।
কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ বলেন,
“হামলার ঘটনায় দ্রুত পদক্ষেপ না নেওয়ায় সাংবাদিক সমাজ হতাশ হয়েছিল। পরে সংবাদ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়। সাংবাদিকরা এখনও নিরাপত্তাহীনতায় ভুগছেন।”
এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির আহ্বায়ক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন,
“ঘটনার পরপরই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে দুই আসামি গ্রেপ্তার হয়েছে এবং ছেঁউড়িয়ায় শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।”
কোন মন্তব্য নেই