তিন দফা দাবি না মানলে জুলাই সনদে সই নয়: এনসিপির হুঁশিয়ারি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

তিন দফা দাবি না মানলে জুলাই সনদে সই নয়: এনসিপির হুঁশিয়ারি

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

তিন দফা দাবি না মানলে জুলাই সনদে সই নয়: এনসিপির হুঁশিয়ারি


সংবাদ:

ঢাকা: জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান শুরুর আগের দিন তিন দফা দাবি উত্থাপন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে— এসব দাবি পূরণ না হলে তারা সনদে স্বাক্ষর করবে না।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,

“জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিত না হলে কোনো অর্ডারে স্বাক্ষর করা মূল্যহীন হবে। বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা অনুষ্ঠানে অংশ নেব না।”

দলটির পক্ষ থেকে জুলাই সনদে স্বাক্ষরের আগে তিনটি প্রধান দাবি তুলে ধরা হয়—

1️⃣ জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া প্রকাশ:
স্বাক্ষর অনুষ্ঠানের আগে এই খসড়া প্রকাশ করতে হবে, যাতে জনগণ ও রাজনৈতিক দলগুলো বিষয়টি বুঝতে পারে।

2️⃣ আইনিভিত্তি ও কর্তৃত্ব:
বাস্তবায়ন আদেশটি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের স্বাক্ষরে জারি করতে হবে এবং তা অবশ্যই “জনগণের সার্বভৌম অভিপ্রায়”–এর ভিত্তিতে হতে হবে।

3️⃣ গণভোটের মাধ্যমে বৈধতা:
জুলাই সনদের ৮৪টি সংস্কার প্রস্তাব গণভোটে তোলা হবে। জনগণ যদি সনদের পক্ষে রায় দেয়, তবে কোনো ‘নোট অব ডিসেন্ট’ কার্যকর থাকবে না।
গণভোটে অনুমোদিত সংস্কার অনুযায়ী পরবর্তী নির্বাচিত সংসদ সংবিধান সংশোধন করবে, যার নাম হবে ‘বাংলাদেশ সংবিধান, ২০২৬’।

নাহিদ ইসলাম বলেন,

“এই বিষয়গুলো নিশ্চিত না করে জুলাই সনদে সই করা হলে তা জনগণের সঙ্গে ছলচাতুরি হবে।”

এনসিপি মনে করে, জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিত করা ছাড়া এটি কেবল প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখা হবে, যা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।

কোন মন্তব্য নেই