মেসির জোড়া গোলে ন্যাশভিলকে হারিয়ে প্লে-অফে দুর্দান্ত সূচনা ইন্টার মায়ামির - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মেসির জোড়া গোলে ন্যাশভিলকে হারিয়ে প্লে-অফে দুর্দান্ত সূচনা ইন্টার মায়ামির

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মেসির জোড়া গোলে ন্যাশভিলকে হারিয়ে প্লে-অফে দুর্দান্ত সূচনা ইন্টার মায়ামির



ক্রীড়া ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

লিওনেল মেসির জোড়া গোলে দারুণ সূচনা করেছে ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় শনিবার (২৫ অক্টোবর) সকালে অনুষ্ঠিত মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফের প্রথম রাউন্ডে ন্যাশভিল এসসিকে ৩-১ ব্যবধানে হারিয়ে ইস্টার্ন কনফারেন্সের সেরা তিনে এগিয়ে গেছে মেসির দল।

মেসির পাশাপাশি দলের হয়ে একটি গোল করেন তাদেও আয়েন্দে। দ্বিতীয়ার্ধে মেসির নিখুঁত পাস থেকে ইয়ান ফ্রাই বল বাড়ান বক্সে, সেখান থেকে আয়েন্দে সহজ হেডে গোলটি করেন। এর মাধ্যমে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইন্টার মায়ামি। এখন ১ নভেম্বর ন্যাশভিলের মাঠে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রয়োজনে ৮ নভেম্বর ফোর্ট লডারডেলে হবে তৃতীয় ও নির্ধারণী ম্যাচ।

ম্যাচের ১৯তম মিনিটে মেসি তার প্রথম গোলটি করেন হেড থেকে। অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এক সহজ ট্যাপে। এবারের মৌসুমে এটি তার ২৯তম গোল, যা এমএলএস গোলদাতাদের তালিকায় শীর্ষে রেখেছে আর্জেন্টাইন তারকাকে।

গত মৌসুমে এমভিপি (সবচেয়ে মূল্যবান খেলোয়াড়) পুরস্কার জেতা মেসি এবারও সেই দৌড়ে এগিয়ে আছেন। যদি তিনি আবারও জেতেন, তবে এমএলএস ইতিহাসে টানা দুই বছর এমভিপি জয়ী প্রথম খেলোয়াড় হবেন।

এ পর্যন্ত মেসির গোল অবদান ৪৮ (২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট)। তিনি ২০১৯ সালে কার্লোস ভেলার করা ৪৯ গোল অবদানের রেকর্ড ছোঁয়ার এক ধাপ দূরে।

এমএলএস কমিশনার ডন গারবার বলেন, “মেসি এই লিগে এসে যেন নতুন ইতিহাস লিখছেন। তার আগেও আমরা উন্নতির পথে ছিলাম, কিন্তু এখন যেন এক নতুন দিগন্তে পৌঁছেছি। আগামী তিন বছর তার থাকা মানে আমাদের জন্য চলমান এক উপহার।”

ম্যাচের আগে গারবার নিজ হাতে মেসিকে মৌসুমের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ ট্রফি তুলে দেন। তিনি আরও বলেন, “আমি গর্বিত যে এমন সময়ে এই লিগ পরিচালনা করছি, যখন ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় এখানে খেলছেন। আমাদের উচিত, এই মুহূর্তগুলো উপভোগ করা।”

মেসির নতুন চুক্তি অনুযায়ী, তিনি চাইলে চল্লিশ বছর বয়সেও ইন্টার মায়ামির হয়ে খেলতে পারবেন। তার যোগদানের পর থেকে ক্লাবটির বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১.২ বিলিয়ন ডলারে। একইসঙ্গে লিগের টিকিট বিক্রি ও জার্সি বিক্রিও ছুঁয়েছে নতুন রেকর্ড।

গারবারের ভাষায়, “মেসি আসলে ইউনিক। ফুটবল নিয়ে তার ভাবনা, মনোযোগ ও জয়ের ক্ষুধা—এসবই তাকে সর্বকালের সেরা বানিয়েছে।”

কোন মন্তব্য নেই