‘বরবাদ’ সিনেমাতেই সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছেন মিশা সওদাগর
![]() |
| ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত |
‘বরবাদ’ সিনেমাতেই সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছেন মিশা সওদাগর
বিনোদন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:০১
ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। তিন দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে একাধারে খলচরিত্র, গ্যাং লিডার কিংবা প্রভাবশালী নেতার ভূমিকায় দর্শকদের মুগ্ধ করে আসছেন তিনি। যদিও ক্যারিয়ারের শুরুতে নায়ক হিসেবে যাত্রা করেছিলেন, কিন্তু খল চরিত্রেই তিনি পেয়েছেন সর্বাধিক সাফল্য।
সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে মিশা সওদাগর জানালেন—তার অভিনয় জীবনে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন ‘বরবাদ’ সিনেমায় অভিনয়ের জন্য।
সর্বোচ্চ পারিশ্রমিকের সিনেমা ‘বরবাদ’
সঞ্চালকের প্রশ্নে মিশা সওদাগর বলেন,
“সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছি ‘বরবাদ’ সিনেমার জন্য।”
তবে সুনির্দিষ্ট পরিমাণ জানাতে চাননি এই অভিনেতা। হাসতে হাসতে বলেন,
“না, এটা বলা যাবে না। এটুকুই থাকুক—এটাই সর্বোচ্চর মধ্যে।”
প্রথম জীবনের সংগ্রামের গল্প
ক্যারিয়ারের শুরুতে পারিশ্রমিক খুবই কম পেতেন জানিয়ে মিশা বলেন,
“আমি যখন তৈরি হচ্ছিলাম, তখন কোনো ডিমান্ড করার সুযোগ ছিল না। যা দিতেন তাই নিতাম। তখন একটা সিনেমায় ৩৫-৪০ হাজার টাকাও পেয়েছি।”
তিনি আরও বলেন,
“আমার কাজ দেখে মানুষের মাথা নষ্ট হয়ে যেত। শট দেওয়ার সময় দর্শক অপেক্ষা করতেন। কাচ ভেঙে ফেলতাম, টিভি ভেঙে যেত। তখন ফিটনেসও ভালো ছিল। আমি সবসময় নতুন শট খুঁজতাম।”
‘বরবাদ’ সিনেমা নিয়ে
শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমায় শাকিবের বাবার চরিত্রে অভিনয় করেন মিশা সওদাগর।
এটি নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়, যাঁর পরিচালনায় এটি ছিল প্রথম চলচ্চিত্র।
গত ঈদুল ফিতরে মুক্তির পর সিনেমাটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে।

কোন মন্তব্য নেই