শিক্ষকের পিটুনিতে গুরুতর আহত মাদ্রাসা ছাত্র, হাসপাতালে ভর্তি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শিক্ষকের পিটুনিতে গুরুতর আহত মাদ্রাসা ছাত্র, হাসপাতালে ভর্তি

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত




শিক্ষকের পিটুনিতে গুরুতর আহত মাদ্রাসা ছাত্র, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৭:০৪

ঝালকাঠি:
ঝালকাঠির রাজাপুরে এক মাদ্রাসা শিক্ষকের লাঠিপেটায় গুরুতর আহত হয়েছে ১২ বছরের ছাত্র আবু বকর। তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে
অভিযুক্ত শিক্ষক জুনায়েদ (২৬), এখনো প্রশাসনের হাতে ধরা পড়েননি।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে রাজাপুর উপজেলার গালুয়া দারুল কুরআন নূরানি কওমি মাদ্রাসায়। আহত আবু বকর একই উপজেলার সাতুরিয়ার মিঞা বাড়ি এলাকার মহসিনের ছেলে এবং ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।


 ঘটনার বিস্তারিত

শিক্ষার্থী আবু বকর জানান,

“আমাকে বাবা-মায়ের সঙ্গে কথা বলতে দিতেন না জুনায়েদ হুজুর। আমি লুকিয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতার ছেলে তানভীরের ফোন থেকে বাবার সঙ্গে কথা বলি। এতে রেগে গিয়ে তিনি গাব গাছের লাঠি দিয়ে আমার সারা শরীরে পেটান।”

তার শরীরের হাতে, পিঠে ও পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

নিহতের বাবা মহসিন বলেন,

“আমি বারবার শিক্ষককে ফোন করে ছেলেকে না মারতে বলেছি। তারপরও এমনভাবে মেরেছে যে হাসপাতালে নিতে হয়েছে। আমি ন্যায়বিচার চাই।”


 মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য

মাদ্রাসার পরিচালক মো. মজিবুর রহমান বলেন,

“আবু বকরকে যেভাবে মারা হয়েছে, তা অমানবিক। আমরা ঘটনাটি নিয়ে দুঃখিত এবং শিক্ষক জুনায়েদের বিষয়ে কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।”

অভিযুক্ত শিক্ষক জুনায়েদ স্বীকার করেছেন,

“আবু বকর কথা শোনে না, তাই কয়েকটি পিটুনি দিয়েছিলাম। রাগের মাথায় মার বেশি হয়ে গেছে।”


 পুলিশের অবস্থান

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন,

“পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে গেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

কোন মন্তব্য নেই