ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবন্ধুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা, ঘাতক খাইরুল গ্রেপ্তার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবন্ধুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা, ঘাতক খাইরুল গ্রেপ্তার

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবন্ধুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা, ঘাতক খাইরুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, দুপুর ১২:৩৫ | আপডেট: ১২:৪৬

ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক যুবক তার বাল্যবন্ধুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। হত্যার দুই ঘণ্টার মধ্যেই ঘাতক খাইরুল আমিন (২৪)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে। নিহতের নাম উমর হাসান (২৩)। তিনি ওই গ্রামের মুরশিদ মিয়ার বাড়ির জাকির হোসেনের ছেলে।

কীভাবে ঘটেছে হত্যাকাণ্ড

স্থানীয় সূত্রে জানা গেছে, উমর ও খাইরুল শৈশব থেকেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সম্প্রতি তাদের সম্পর্কে বিরোধ দেখা দেয়। বৃহস্পতিবার রাত ২টার দিকে খাইরুল সিঁধ কেটে উমরের ঘরে ঢুকে ধারালো দা দিয়ে উপর্যুপরি কোপ দেয় এবং পরে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালানোর চেষ্টা করে।

এ সময় নিহতের মা রাহেলা বেগম শব্দ শুনে ছেলের ঘরে গেলে খাইরুল তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।

 পুলিশের অভিযান ও গ্রেপ্তার

খবর পেয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম-এর নেতৃত্বে দ্রুত অভিযান চালানো হয়। মাত্র দুই ঘণ্টার মধ্যে ঘাতক খাইরুলকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, হত্যায় ব্যবহৃত ধারালো দা ঘটনাস্থল থেকেই জব্দ করা হয়েছে।

ওসি শাহিনুর ইসলাম বলেন,

“পূর্বশত্রুতার জের ধরে খাইরুল তার বন্ধু উমরকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান শুরু করি, এবং দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।”

নিহত উমরের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে
এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কোন মন্তব্য নেই