জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান চলছে: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ উপস্থিত রাজনৈতিক নেতারা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান চলছে: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ উপস্থিত রাজনৈতিক নেতারা

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান চলছে: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ উপস্থিত রাজনৈতিক নেতারা

বিশেষ প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, বিকেল ৪:৩৮ | আপডেট: ৪:৫৮

ঢাকা:
বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান আজ (শুক্রবার) বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়েছে। রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এ ঐতিহাসিক আয়োজনে উপস্থিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা যোগ দিয়েছেন।

উপস্থিত নেতাদের মধ্যে রয়েছেন—
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত আছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি আলী রীয়াজ

এর আগে দুপুরে ক্ষোভ-বিক্ষোভের মুখে জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদের পঞ্চম দফা সংশোধন করেছে।

সনদের মূল বিষয়বস্তু

৪০ পৃষ্ঠার এই নথিতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস তুলে ধরা হয়েছে—
ব্রিটিশ শাসন, ভাষা আন্দোলন (১৯৫২), শিক্ষা আন্দোলন (১৯৬২), ছয় দফা (১৯৬৬), গণঅভ্যুত্থান (১৯৬৯), মুক্তিযুদ্ধ (১৯৭১), এবং একদলীয় শাসন (১৯৭৫)–এর উল্লেখ রয়েছে।

এছাড়া সনদে বলা হয়েছে,
২০০৯–২০২৪ পর্যন্ত সময়কালে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নির্দিষ্ট ব্যক্তি ও পরিবারের প্রভাব বেড়ে যায় এবং একাধিক বিতর্কিত নির্বাচন (২০১৪, ২০১৮, ২০২৪) গণতন্ত্রকে দুর্বল করে তোলে।

এ সনদে জনগণের দীর্ঘ ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনের প্রতিফলনও তুলে ধরা হয়েছে—
যেমন ২০১৮ সালের সড়ক নিরাপত্তা আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, এবং ২০২৪ সালের জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থান

শেষে সাত দফা প্রতিশ্রুতি দিয়ে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানানো হয়েছে—
গণতান্ত্রিক নীতি ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ২০২৪ সালের বিদ্রোহে প্রকাশিত জনগণের ইচ্ছাকে সমুন্নত রাখার

কোন মন্তব্য নেই