জুলাই যোদ্ধাদের ওপর লাঠিচার্জের প্রতিবাদে ফেনীতে সড়ক অবরোধ, থমকে যায় যান চলাচল

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
জুলাই যোদ্ধাদের ওপর লাঠিচার্জের প্রতিবাদে ফেনীতে সড়ক অবরোধ, থমকে যায় যান চলাচল

নিজস্ব প্রতিবেদক | টাইমস এক্সপ্রেস ২৪
ফেনী | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার
ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে জুলাই যোদ্ধাদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ফেনীতে সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। এতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে ফেনীর মহিপাল ফ্লাইওভারের দক্ষিণাংশে অবস্থান নেন আন্দোলনকারীরা। প্রায় অর্ধ ঘণ্টা সড়ক অবরোধ করে তারা বিভিন্ন স্লোগান দেন—
“জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে”,
“ইন্টেরিম সরকার ব্যর্থ”,
“ঢাকায় হামলা কেন, প্রশাসন জবাব দাও।”
আন্দোলনকারীদের বক্তব্য
নাজিম উদ্দিন নামের এক আন্দোলনকারী বলেন, “জুলাই যোদ্ধাদের রক্তের ওপর দিয়ে এই সরকারের জন্ম। অথচ এত দিনেও আমাদের কোনো আইনি স্বীকৃতি দেওয়া হয়নি। স্বীকৃতি না মিললে ভবিষ্যতে আমাদের অস্তিত্বই ঝুঁকিতে পড়বে।”
আরেকজন আন্দোলনকারী ওমর ফারুক বলেন, “আমাদের ভাইদের আত্মত্যাগে সরকার ক্ষমতায় এসেছে, অথচ আজ তারাই পুলিশ দিয়ে আমাদের ওপর হামলা চালাচ্ছে—এটা লজ্জাজনক।”
পুলিশের অবস্থান
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, “অবরোধের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
কোন মন্তব্য নেই