গাজীপুরে বাণিজ্য মেলার আড়ালে জুয়ার আসর! বন্ধে এলাকাবাসীর ৩ দিনের আল্টিমেটাম
![]() |
| ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত |
গাজীপুরে বাণিজ্য মেলার আড়ালে জুয়ার আসর! বন্ধে এলাকাবাসীর ৩ দিনের আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক | টাইমস এক্সপ্রেস ২৪
গাজীপুর | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার
গাজীপুরের শিমুলতলী এলাকায় বাণিজ্য মেলার আড়ালে চলছে জুয়া ও লটারির নামে প্রতারণা। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও মুসল্লিরা শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর শিববাড়ি–শিমুলতলী সড়ক অবরোধ করে মেলা বন্ধের দাবিতে বিক্ষোভ করেন।
দুই ঘণ্টাব্যাপী এই অবরোধে সড়কে যান চলাচল বন্ধ থাকে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, মেলায় প্রবেশমূল্যের নামে প্রতিজনের কাছ থেকে ২০ টাকা করে নেওয়া হচ্ছে, আর সেই টিকিটকেই “লটারি কুপন” হিসেবে ব্যবহার করে দর্শনার্থীদের বড় পুরস্কারের লোভ দেখানো হচ্ছে।
তাদের দাবি, “এটি মূলত জুয়ার আসর, যেখানে প্রতিদিন হাজার হাজার লটারি বিক্রি হচ্ছে। মেলায় চলছে অশ্লীল নাচগান ও প্রতারণা, যা তরুণ সমাজকে বিপথে নিচ্ছে। প্রশাসন যদি আগামী তিন দিনের মধ্যে মেলা বন্ধ না করে, আমরা কঠোর আন্দোলনে নামব।”
অনুমতি ছাড়াই চলছে মেলা
জানা গেছে, ‘ক্ষুদ্র ও কুটির শিল্প’ নামে এই মেলার আয়োজন করেছে বেনারশী ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটি প্রতিষ্ঠান। তবে তারা গাজীপুর জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই মেলা চালাচ্ছে। জেলা প্রশাসন জানিয়েছে, তারা শুধুমাত্র একটি অবহিতকরণ চিঠি পেয়েছে, কিন্তু কোনো আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়নি।
প্রশাসনের পদক্ষেপ
জেলা প্রশাসন থেকে গাজীপুর মহানগর পুলিশকে মেলা বন্ধের অনুরোধ জানানো হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী ডুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে আপত্তি জানিয়েছে।
তবে মেলার আয়োজকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ও প্রশাসন।

কোন মন্তব্য নেই