সবজি-মাছের দামে আগুন, ভোগান্তিতে মধ্যবিত্ত ক্রেতারা

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সবজি-মাছের দামে আগুন, ভোগান্তিতে মধ্যবিত্ত ক্রেতারা

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
স্টাফ রিপোর্টার || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫
রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে। টমেটো, গাজর, শিম, কাঁচা মরিচসহ প্রায় সব ধরনের সবজির দাম এক লাফে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত।
একই সঙ্গে মাছ ও ডিমের দামেও চড়া ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ।
শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ী ও শনিরআখড়া বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন সবজির সরবরাহ শুরু হলেও দাম কমার কোনো লক্ষণ নেই।
যাত্রাবাড়ী বাজারে ক্রেতা রাহিস বলেন,
“ভাবছিলাম শীতের সবজি এলে দাম কমবে। কিন্তু এখন তো মনে হচ্ছে গাজর–শিম কিনতে গিয়ে মাংস নিচ্ছি!”
সবজি বিক্রেতা কলিমুল্লাহ জানান, টানা বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় সরবরাহ কমে গেছে। পাইকারি পর্যায়েই দামে আগুন লেগেছে।
বর্তমান বাজারদর অনুযায়ী—
-
টমেটো: ১২০ টাকা কেজি
-
গাজর: ১৬০ টাকা কেজি
-
শিম: ২২০ টাকা কেজি
-
পেঁয়াজ: ৮০ টাকা কেজি
-
কাঁচা মরিচ: ২০০ টাকা কেজি
-
আলু: ২৫ টাকা কেজি
শনিরআখড়া বাজারের বিক্রেতা আনিস বলেন,
“যেভাবে পাইকারি কিনছি, তাতে কম দামে বিক্রি করলে লোকসান। তাই আমরাও দাম বাড়িয়ে দিতে বাধ্য হচ্ছি।”
অন্যদিকে, মাছের বাজারেও ক্রেতাদের হাঁসফাঁস অবস্থা। সাময়িকভাবে ইলিশ আহরণ বন্ধ থাকায় দেশি চাষের মাছের চাহিদা বেড়েছে, ফলে দামও আকাশচুম্বী।
বর্তমান মাছের দাম—
-
বোয়াল: ৮০০–১০০০ টাকা কেজি
-
কোরাল: ৮৫০–৯০০ টাকা
-
রুই: ৩০০–৪৫০ টাকা
-
ট্যাংরা: ৬০০ টাকা
ডিমের বাজারেও বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। লাল ডিম বিক্রি হচ্ছে ডজনপ্রতি ১৪০ টাকায়, সাদা ডিম ১৩০ টাকায়।
সরকার নির্ধারিত সয়াবিন তেলের দাম অনেক দোকানে মানা হচ্ছে না—
-
১ লিটার বোতল: ১৮৯ টাকা
-
৫ লিটার বোতল: ৯২২ টাকা
তবে মুরগির দামে আপাত স্থিতিশীলতা রয়েছে—
-
ব্রয়লার: ১৭০ টাকা কেজি
-
সোনালি: ২৮০–৩০০ টাকা
-
দেশি: ৫৫০–৬০০ টাকা
বিক্রেতারা জানান, পরিবহন ব্যয় বৃদ্ধি ও সরবরাহ ঘাটতির কারণে দাম বাড়ছে। তবে পরের সপ্তাহে আবহাওয়া অনুকূলে থাকলে কিছু পণ্যের দাম কিছুটা কমতে পারে বলে আশা প্রকাশ করেন তারা।
কোন মন্তব্য নেই