হবিগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা ব্যর্থ: বিজিবি ও পুলিশের দ্রুত অভিযানে নিরাপদে রক্ষা পেল যাত্রীরা

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
হবিগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা ব্যর্থ: বিজিবি ও পুলিশের দ্রুত অভিযানে নিরাপদে রক্ষা পেল যাত্রীরা
হবিগঞ্জ প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, সকাল ৯:৩০
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি ও পুলিশ। সীমান্ত সংলগ্ন সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একদল ডাকাত সড়কে গাছ কেটে পথ অবরোধ করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদে দ্রুত অভিযান চালায় হবিগঞ্জ ব্যাটালিয়নের ৫৫ বিজিবি সদস্যরা।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সদর থেকে জরুরি বার্তা পাঠানো হলে হাবিলদার শামীম আহমেদের নেতৃত্বে বিজিবির একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। একই সময় মাধবপুর থানার হরষপুর-তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর খায়রুল বাশারের নেতৃত্বে পুলিশ দলও ঘটনাস্থলে উপস্থিত হয়।
বিজিবি-পুলিশের যৌথ তৎপরতা ও স্থানীয়দের সহযোগিতায় সম্ভাব্য বড় ধরনের ডাকাতি রোধ করা সম্ভব হয়। পরে তারা সড়কে ফেলে রাখা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেন।
লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, “সীমান্ত সংলগ্ন প্রায় আট কিলোমিটার এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করেছে।”
কোন মন্তব্য নেই