রেকর্ড ছোঁয়ার পরদিনই বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, পাঁচ বছরে সর্বোচ্চ পতন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রেকর্ড ছোঁয়ার পরদিনই বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, পাঁচ বছরে সর্বোচ্চ পতন

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রেকর্ড ছোঁয়ার পরদিনই বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, পাঁচ বছরে সর্বোচ্চ পতন



বিশ্ববাজারে স্বর্ণের দামে দেখা দিয়েছে ভয়াবহ দরপতন। ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছানোর পরদিনই বড় ধরনের পতন ঘটেছে এই মূল্যবান ধাতুর দামে। যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর প্রত্যাশা এবং বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতার কারণে মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববাজারে স্বর্ণের দাম গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে বড় একদিনের পতন রেকর্ড করেছে।

আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ দশমিক ৫ শতাংশ কমে নেমে আসে এক সপ্তাহের সর্বনিম্ন ৪,১১৫.২৬ ডলারে—যা ২০২০ সালের আগস্টের পর সবচেয়ে বড় দৈনিক পতন। একইভাবে, যুক্তরাষ্ট্রে ডিসেম্বর ডেলিভারির স্বর্ণ ফিউচারও ৫ দশমিক ৭ শতাংশ কমে দাঁড়ায় প্রতি আউন্স ৪,১০৯.১০ ডলারে

এর আগের দিনই, সোমবার, স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ ৪,৩৮১.২১ ডলার ছুঁয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৬০ শতাংশ। বিশ্লেষকদের মতে, এই উত্থানের পেছনে ভূমিকা রেখেছে ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, বৈশ্বিক অর্থনৈতিক চাপ, এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয়।

স্বাধীন ধাতু ব্যবসায়ী তাই ওং বলেন, “এই পতন আসলে লাভ তোলার স্বাভাবিক প্রতিক্রিয়া। গত সপ্তাহে অতিরিক্ত অস্থিরতা বিনিয়োগকারীদের কিছুটা সতর্ক করেছে।”

এদিকে, মার্কিন ডলার সূচক ০.৪ শতাংশ বেড়েছে, যা অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল করে তুলেছে। কিটকো মেটালস–এর বিশ্লেষক জিম উইকফ মন্তব্য করেন, “ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগের প্রবণতা বাড়ায় নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ সাময়িকভাবে কমেছে।”

সিটি ব্যাংক–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সরকারি অচলাবস্থা নিরসন এবং সম্ভাব্য নতুন মার্কিন–চীন বাণিজ্য চুক্তির ফলে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে স্বর্ণের বাজারে স্থিতিশীলতা ফিরতে পারে।

এখন বিনিয়োগকারীদের দৃষ্টি শুক্রবার (২৪ অক্টোবর) প্রকাশিত হতে যাওয়া মার্কিন ভোক্তা মূল্য সূচক (CPI) প্রতিবেদনের দিকে। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বছরে ৩ দশমিক ১ শতাংশ বেড়েছে।

অর্থনীতিবিদদের অনুমান, ফেডারেল রিজার্ভ আগামী বৈঠকে নীতিগত সুদের হার আরও ২৫ বেসিস পয়েন্ট কমাতে পারে, যা ভবিষ্যতে স্বর্ণের দামের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে পারে।

কোন মন্তব্য নেই