পাঁচ বছর পর পুনরায় আকাশপথে যুক্ত চীন-ভারত, শুরু সরাসরি ফ্লাইট চালু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পাঁচ বছর পর পুনরায় আকাশপথে যুক্ত চীন-ভারত, শুরু সরাসরি ফ্লাইট চালু

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 পাঁচ বছর পর পুনরায় আকাশপথে যুক্ত চীন-ভারত, শুরু সরাসরি ফ্লাইট চালু



আন্তর্জাতিক ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

পাঁচ বছর বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু হলো চীন ও ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট। রবিবার (২৬ অক্টোবর) রাত ১০টায় কলকাতা থেকে চীনের গুয়াংজুর উদ্দেশে উড্ডয়ন করে ভারতের বেসরকারি বিমানসংস্থা ইন্ডিগো’র একটি ফ্লাইট

সোমবার (২৭ অক্টোবর) হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, দুই দেশের মধ্যে ফ্লাইট পুনরায় চালুর মধ্য দিয়ে সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলছে।

ভারতে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন,

“ভারত-চীনের সম্পর্কের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। পাঁচ বছর পর সরাসরি ফ্লাইট চালু হওয়া আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বড় অগ্রগতি। আমরা দীর্ঘদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম।”

প্রতিবেদনে আরও বলা হয়, এই ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত আসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর। ওই বৈঠককেই দুই দেশের সম্পর্ক উন্নয়নের নতুন সূচনা হিসেবে দেখা হচ্ছে।

২০২০ সালে কোভিড মহামারি শুরু হলে প্রথমে ফ্লাইট বন্ধ হয়। এরপর গালওয়ান উপত্যকায় সামরিক সংঘর্ষ দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি করে। দীর্ঘ বিরতির পর এবার আবারও আকাশপথে সংযোগ ফিরল।

রবিবার কলকাতা থেকে সরাসরি ফ্লাইট চালুর পর আগামী ৯ নভেম্বর থেকে নয়াদিল্লি-সাংহাই রুটেও ফ্লাইট চালু হবে। বর্তমানে ভারত ও হংকংয়ের মধ্যে নিয়মিত ফ্লাইট চলাচল করছে।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বের সবচেয়ে জনবহুল এই দুই প্রতিবেশী দেশের মধ্যে রাজনৈতিক ও কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সাম্প্রতিক পদক্ষেপগুলো ইঙ্গিত দিচ্ছে—চীন-ভারত সম্পর্কের বরফ গলতে শুরু করেছে

কোন মন্তব্য নেই