দুই দেশ এক হওয়ার প্রয়োজন নেই, সুস্থ আদানপ্রদানেই সম্পর্ক এগোবে: তাসনিয়া ফারিণ
দুই দেশ এক হওয়ার প্রয়োজন নেই, সুস্থ আদানপ্রদানেই সম্পর্ক এগোবে: তাসনিয়া ফারিণ
বিনোদন প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ দেশের গণ্ডি পেরিয়ে কাজ করেছেন ওপার বাংলায়ও। সম্প্রতি কলকাতায় নতুন একটি প্রজেক্টের কাজে গেছেন তিনি। সেখানে ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দুই বাংলার সংস্কৃতি, আদানপ্রদান ও স্বাধীনতা নিয়ে নিজের মতামত জানিয়েছেন এই অভিনেত্রী।
সাক্ষাৎকারে তাসনিয়া ফারিণ বলেন, “বাংলাদেশ ভালো আছে, ভালো ভালো কাজ হচ্ছে। এখন সিনেমার বাজেটও বেড়েছে, যদিও হল সংখ্যা নিয়ে এখনো প্রশ্ন আছে—সব মিলিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।”
দুই বাংলার সম্পর্ক ও আদানপ্রদান নিয়ে প্রশ্নে ফারিণ স্পষ্টভাবে বলেন,
“দেখুন, আদানপ্রদানের জন্য দুই দেশের এক হওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের মুক্তিযুদ্ধ, ইতিহাস ও ঐতিহ্যই আমাদের গর্বের বিষয়। আলাদা দেশে থেকেও সুস্থ চিন্তা ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে সম্পর্ক আরও গভীর করা সম্ভব।”
তিনি আরও বলেন,
“ইচ্ছা থাকলে উপায় হয়। আমাদের দেশ আমাদের মেলামেশার সুযোগ দিয়েছে বলেই আজ আমি এখানে বসে কাজ করছি। দুই দেশের স্বার্থ রক্ষা করেই স্বাভাবিক আদানপ্রদান সম্ভব, এতে অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবে।”
রাজনীতি প্রসঙ্গে প্রশ্ন করা হলে ফারিণ জানান, “আমি রাজনীতিমনস্ক নই। একজন শিল্পীর এসব জটিল বিষয়ে না জড়ানোই ভালো।”
উল্লেখ্য, ২৩ অক্টোবর কলকাতায় গেছেন তাসনিয়া ফারিণ। সেখানে চঞ্চল চৌধুরীর সঙ্গে দেখা হওয়ার পর থেকেই একসঙ্গে কাজের গুঞ্জন ছড়িয়েছে। যদিও তারা কেউই এ বিষয়ে এখনো মুখ খোলেননি।
অতনু ঘোষের পরিচালনায় ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে টলিউডে অভিষেক হয় ফারিণের। সিনেমাটিতে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’-এ সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।

কোন মন্তব্য নেই