সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভয়াবহ সংঘর্ষ, পুড়ল বাস-প্রাইভেটকারে আগুন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভয়াবহ সংঘর্ষ, পুড়ল বাস-প্রাইভেটকারে আগুন

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভয়াবহ সংঘর্ষ, পুড়ল বাস-প্রাইভেটকারে আগুন



সাভার (ঢাকা) প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, সকাল ০৮:৫০ | আপডেট: ০৮:৫৫

সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই বিশ্ববিদ্যালয়ের অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

রবিবার (২৬ অক্টোবর) রাত ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত টানা এই সংঘর্ষ চলে। এসময় আগুন দেওয়া হয় সিটি ইউনিভার্সিটির তিনটি বাস ও একটি প্রাইভেটকারে, ভাঙচুর করা হয় আরও কয়েকটি যানবাহন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইস হোস্টেলের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুথু ফেললে তা ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে। বিষয়টি নিয়ে প্রথমে তর্কাতর্কি, পরে হাতাহাতিতে রূপ নেয়। রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির ৪০-৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিলের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং তাদের হোস্টেলে আগুন দেয়।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইউনিভার্সিটির এক হাজারের বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হয়ে পাল্টা অবস্থান নেয়। রাত ১২টার দিকে তারা সিটি ইউনিভার্সিটির ভেতরে প্রবেশ করে প্রশাসনিক ভবনসহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালায়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় ককটেল বিস্ফোরণ ও আগুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।

সাভার থানার ডিউটি অফিসার এসআই হাবিবুর রহমান জানান, “আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

এদিকে, রাতভর সংঘর্ষে আহত শিক্ষার্থীদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোন মন্তব্য নেই