লালমনিরহাটে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যার চেষ্টা, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে
লালমনিরহাটে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যার চেষ্টা, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে
লালমনিরহাট প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, সকাল ০৯:০৮ | আপডেট: ১০:৪৫
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাজেদুল ইসলাম (৩০) নামে এক পোশাক শ্রমিক নিজের গলা ও গোপনাঙ্গ কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। রবিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া হাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মাজেদুল বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মাজেদুল স্থানীয় নুরল হোসেনের ছেলে এবং ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। পরিবারের দাবি, তিনি মানসিকভাবে অসুস্থ এবং পূর্বেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে নারায়ণগঞ্জে একটি ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন মাজেদুল। পরে তাকে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। রবিবার সকালে খাবার শেষে পাশের চাচা ইংরেজ আলীর ফাঁকা বাড়িতে গিয়ে ছুরি দিয়ে নিজের গোপনাঙ্গ ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে গুরুতর আহত অবস্থায় প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসক ডা. নুরনবী জানান, “গলা ও গোপনাঙ্গে গভীর আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।”
আদিতমারী থানার ওসি আলী আকবর বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক অস্থিরতা থেকেই সে আত্মহত্যার চেষ্টা করেছে।”
পরিবারের সদস্যরা জানিয়েছেন, মাজেদুলের মানসিক অবস্থার কারণে তারা আতঙ্কে রয়েছেন এবং নিয়মিত চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

কোন মন্তব্য নেই