কুড়িগ্রামে চোরাকারবারিদের হামলায় ৪ বিজিবি সদস্য আহত, সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কুড়িগ্রামে চোরাকারবারিদের হামলায় ৪ বিজিবি সদস্য আহত, সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 

কুড়িগ্রামে চোরাকারবারিদের হামলায় ৪ বিজিবি সদস্য আহত, সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ারচেষ্টা 



কুড়িগ্রাম প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, সকাল ০৯:২২ | আপডেট: ১০:৪৩

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা সীমান্তে চোরাকারবারিদের হামলায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) চার সদস্য আহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণপুর ইউনিয়নের পূর্ব পাখি উড়াচর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কচাকাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহীম আলী। তিনি জানান, বিজিবির পক্ষ থেকে ১০ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্তের প্রক্রিয়াধীন রয়েছে।

আহত বিজিবি সদস্যরা হলেন— সুবেদার মো. আব্দুল আলীম, ল্যান্সনায়েক মো. মমিনুল ইসলাম, সিপাহী আল মামুন ও সিপাহী মো. শিহাব।

এলাকাবাসী জানায়, শনিবার বিকেল ৫টার দিকে পাখি উড়াচর ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ফিরছিলেন। এ সময় কয়েকজন চোরাকারবারি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের ফিরে যেতে নির্দেশ দেন।

কিছুক্ষণ পর ২০-২৫ জন চোরাকারবারি লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালায় এবং সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে হামলাকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোন মন্তব্য নেই