মানুষ ঘুমের মধ্যে কথা বলেন কেন? সতর্ক করছেন চিকিৎসকরা পারকিনসন্সের আশঙ্কায় - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মানুষ ঘুমের মধ্যে কথা বলেন কেন? সতর্ক করছেন চিকিৎসকরা পারকিনসন্সের আশঙ্কায়

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

মানুষ ঘুমের মধ্যে কথা বলেন কেন? সতর্ক করছেন চিকিৎসকরা পারকিনসন্সের আশঙ্কায়



দেহঘড়ি ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

অনেকেই ঘুমের মধ্যে কথা বলেন বা হাত-পা ছুঁড়ে দেন। অনেকের কাছে এটি নিছক অভ্যাস মনে হলেও চিকিৎসকদের মতে, এসব আচরণ স্নায়ুর জটিল রোগ পারকিনসন্সের প্রাথমিক ইঙ্গিত হতে পারে।

গবেষণা অনুযায়ী, ঘুমের মধ্যে কথা বলা বা অস্বাভাবিক নড়াচড়া করার পেছনে পরিপাক নালীতে ব্যাকটেরিয়ার সংক্রমণ বড় ভূমিকা রাখে। এসব ব্যাকটেরিয়া থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থ মস্তিষ্কের কিছু অংশকে অতিরিক্ত উদ্দীপ্ত করে, ফলে মস্তিষ্কের স্নায়ুকোষ ধীরে ধীরে নষ্ট হতে থাকে। এই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানে পারকিনসন্স রোগের সূচনা হিসেবে দেখা হয়।

 পারকিনসন্স রোগ কীভাবে প্রভাব ফেলে

পারকিনসন্স রোগে আক্রান্ত ব্যক্তির মস্তিষ্কে ডোপামিন নামক নিউরোট্রান্সমিটারের ঘাটতি দেখা দেয়। মস্তিষ্কের ‘সাবস্ট্যানশিয়া নাইগ্রা’ নামক অংশের স্নায়ু কোষ শুকিয়ে যাওয়ার কারণে এই সমস্যা হয়। ডোপামিনের অভাব হলে শরীরের নড়াচড়া নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেয়— যা ধীরে ধীরে কম্পন, ভারসাম্যহীনতা ও কথাবার্তায় জড়তা সৃষ্টি করে।

চিকিৎসকদের মতে, বাংলাদেশে এখনো পারকিনসন্স রোগ নিয়ে পর্যাপ্ত গবেষণা হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। তবে দেশে পারকিনসন্সে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে, যা উদ্বেগের বিষয়।

বিশেষজ্ঞরা বলছেন, ঘুমের মধ্যে বারবার কথা বলা, হাত-পা ছোঁড়া বা অস্বাভাবিক আচরণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কোন মন্তব্য নেই