সুষ্ঠু নির্বাচনের জন্য দলীয় উপদেষ্টা ও প্রশাসনের কর্মকর্তাদের বদল জরুরি: আনিসুল ইসলাম মাহমুদ
সুষ্ঠু নির্বাচনের জন্য দলীয় উপদেষ্টা ও প্রশাসনের কর্মকর্তাদের বদল জরুরি: আনিসুল ইসলাম মাহমুদ
বিশেষ প্রতিবেদক || টাইমস এক্সপ্রেস ২৪
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের স্বার্থে সরকারে থাকা দলীয় উপদেষ্টা এবং প্রশাসনের ব্যক্তিদের বদল করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
বুধবার (২২ অক্টোবর) ঢাকার গুলশানে হাওলাদার টাওয়ারে অনুষ্ঠিত উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “ড. মুহাম্মদ ইউনূস ছাত্র-জনতার রক্তের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতায় এসেছেন, তাই তাঁকে কোনো দলের নয়, দায়িত্ববোধের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। সেই দায়বদ্ধতা হলো একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। তবে তা সম্ভব হবে তখনই, যখন সরকারের মধ্যে থাকা দলীয় উপদেষ্টা ও প্রশাসনের কর্মকর্তাদের বদল করা হবে।”
তিনি আরও বলেন, “বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে একই দাবি জানিয়েছেন। এমনকি সরকারের তথ্য উপদেষ্টাও বলেছেন, প্রশাসন বিএনপি ও জামায়াত ভাগাভাগি করে নিয়েছে।”
নির্বাচনী পরিবেশ নিয়ে জাতীয় পার্টির উদ্বেগ
আইআরআই প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “আমরা নির্বাচন করতে চাই, কিন্তু মিথ্যা মামলা ও রাজনৈতিক সীমাবদ্ধতার কারণে আমাদের হাত-পা বেঁধে রাখা হয়েছে। সভা-সমাবেশ বা প্রচারণা করার অনুমতিও মিলছে না।”
তিনি অভিযোগ করেন, “সরকার বলেছিল মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে, কিন্তু এখনো তা করা হয়নি। এই অবস্থায় কিভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব?”
জাতীয় পার্টির অন্যান্য নেতাদের বক্তব্য
দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, “যদি আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হয়, তাহলে পরবর্তী সংসদ দীর্ঘস্থায়ী হবে না।”
তিনি আরও বলেন, “আমাদের নামে দেওয়া মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। জাতীয় পার্টিসহ সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
অধ্যাপক ইউনূসকে উদ্দেশ করে হাওলাদার বলেন, “এরশাদ সাহেব আপনাকে গ্রামীণ ব্যাংক দিয়েছিলেন, যার মাধ্যমে আপনি নোবেল পেয়েছেন। তাই অন্তত জাতীয় পার্টির প্রতি নিরপেক্ষ থাকার অনুরোধ করছি।”
সভায় আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, এবং প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক নূরুল ইসলাম মিলন ও মোবারক হোসেন আজাদ প্রমুখ।

কোন মন্তব্য নেই