ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে মহাসড়কে রণক্ষেত্র, তিন ঘণ্টা যান চলাচল বন্ধ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে মহাসড়কে রণক্ষেত্র, তিন ঘণ্টা যান চলাচল বন্ধ

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে মহাসড়কে রণক্ষেত্র, তিন ঘণ্টা যান চলাচল বন্ধ


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) রাতে উত্তর সুহিলপুর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ওপর টর্চ লাইট জ্বালিয়ে এই সংঘর্ষে জড়ায় আজিজ গোষ্ঠী ও উকিল গোষ্ঠী। এতে মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষের শতাধিক লোকজন টেটা-বল্লম ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এলাকাবাসীর ভাষ্যমতে, কয়েক দিন আগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপি নিয়ে বিতর্কের জেরে উকিল গোষ্ঠীর সাদ্দাম আজিজ গোষ্ঠীর আক্তারকে চড় মারেন। এর জেরে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। বুধবার বিকেলে মীমাংসার জন্য সালিশ বসলেও তা ব্যর্থ হয়। রাতে মহাসড়কের ওপর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম বলেন, “আধিপত্য নিয়ে দুই গোষ্ঠীর বিরোধ দীর্ঘদিনের। বুধবার সন্ধ্যার পর সংঘর্ষ শুরু হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে যৌথ বাহিনীর সহায়তায় অবস্থা নিয়ন্ত্রণে আসে।”

তিনি আরও জানান, “এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

কোন মন্তব্য নেই