ভারতের তিন কাশির সিরাপ নিয়ে সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভারতের তিন কাশির সিরাপ নিয়ে সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
 ভারতের তিন কাশির সিরাপ নিয়ে সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা


সংবাদ প্রতিবেদন:

আন্তর্জাতিক ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
১৪ অক্টোবর ২০২৫, সোমবার

ভারতের তিনটি কাশির সিরাপের বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, শিশুদের জন্য তৈরি এসব সিরাপে বিপজ্জনক মাত্রায় বিষাক্ত রাসায়নিক উপাদান পাওয়া গেছে, যা স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে ডব্লিউএইচও এ তথ্য প্রকাশ করে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, উল্লিখিত সিরাপগুলোতে ডাইইথিলিন গ্লাইকোল ও ইথিলিন গ্লাইকোল নামক বিষাক্ত রাসায়নিক পাওয়া গেছে, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই রাসায়নিক উপাদান কিডনি বিকল, স্নায়ু বিকলতা ও মৃত্যুঝুঁকি পর্যন্ত বাড়াতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

এমন ঘটনা অতীতে একাধিকবার ঘটেছে। ২০২২ সালে গাম্বিয়ায় ভারতের উৎপাদিত কাশির সিরাপ সেবনে ডজনের বেশি শিশুর মৃত্যু হয়েছিল। এর পর থেকে ভারতীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর ওপর আন্তর্জাতিক নজরদারি জোরদার করা হয়।

ডব্লিউএইচও জানিয়েছে, সংশ্লিষ্ট সিরাপগুলো ভারতের বাইরে কিছু দেশে রপ্তানি হতে পারে। তাই সব দেশকে এগুলোর ব্যাচ নম্বর যাচাই করে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সংস্থাটি ভোক্তা ও চিকিৎসকদের অনুরোধ করেছে, যদি সন্দেহজনক কোনো কাশির সিরাপ পাওয়া যায় তবে তা অবিলম্বে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানাতে।

কোন মন্তব্য নেই