ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্তির প্রতিবাদে পদ্মা সেতুর টোল প্লাজায় বিক্ষোভ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্তির প্রতিবাদে পদ্মা সেতুর টোল প্লাজায় বিক্ষোভ

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্তির প্রতিবাদে পদ্মা সেতুর টোল প্লাজায় বিক্ষোভ


সংবাদ প্রতিবেদন:

শরীয়তপুর প্রতিনিধি | টাইমস এক্সপ্রেস ২৪
১৪ অক্টোবর ২০২৫, সোমবার

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ‘জাগো শরীয়তপুর’ সংগঠন।
তারা শরীয়তপুর জেলাকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত না করার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে সংগঠনটির নেতাকর্মীরা টোল প্লাজার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে প্রায় আধা ঘণ্টার মতো পদ্মা সেতুতে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে যানজট সৃষ্টি হয় সেতুর দুই প্রান্তে।

বিক্ষোভকারীরা দাবি করেন, শরীয়তপুর জেলার সামাজিক, ঐতিহাসিক ও ভৌগোলিক দিক বিবেচনায় স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো বজায় রাখা জরুরি। তারা বলেন, জেলাটিকে ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত করা হলে তা জনগণের মতের পরিপন্থী হবে।

সংগঠনটির নেতারা সতর্ক করে বলেন,

“যদি শরীয়তপুরকে ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত করা হয়, তবে আমরা দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেব।”

এ সময় সড়ক অবরোধের কারণে পদ্মা সেতুর মাধ্যমে রাজধানী ও দক্ষিণাঞ্চলের মধ্যে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কোন মন্তব্য নেই