‘জুলাই সনদ’ ইতিহাসে উদাহরণ হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

‘জুলাই সনদ’ ইতিহাসে উদাহরণ হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
‘জুলাই সনদ’ ইতিহাসে উদাহরণ হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস


নিজস্ব প্রতিবেদক | টাইমস এক্সপ্রেস ২৪

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, বিকেল ৫:৪৫

জাতীয় ঐকমত্যের বহুল প্রতীক্ষিত ‘জুলাই সনদ’ স্বাক্ষরের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আজকের দিনটি শুধু বাংলাদেশের নয়, সারা পৃথিবীর জন্য একটি বড় উদাহরণ হয়ে থাকবে। এমন একটি দিন যা ভবিষ্যতে বিভিন্ন দেশের পাঠ্যপুস্তকে স্থান পাবে, ক্লাসরুমে আলোচিত হবে এবং বিশ্বরাজনীতিতে অনুপ্রেরণার উৎস হবে।”

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষর শেষে প্রধান উপদেষ্টা এই বক্তব্য দেন।

ড. ইউনূস বলেন, “ঐকমত্য কমিশন গঠনের সময় মনে হয়েছিল রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে আনা কঠিন হবে। কিন্তু তারা শুধু একত্র হননি, বরং গভীর জ্ঞান, সৌহার্দ্য ও পরস্পরের প্রতি শ্রদ্ধার সঙ্গে আলোচনা করেছেন। এই অর্জন আমাদের জাতির ইতিহাসে এক অনন্য অধ্যায়।”

তিনি আরও বলেন, “টেলিভিশনের মাধ্যমে সারাদেশের মানুষ এই আলোচনায় যুক্ত হয়েছে। কেউ সমালোচনা করেছে, কেউ প্রশংসা করেছে—এভাবেই গোটা জাতি ঐক্যের আলোচনায় অংশ নিয়েছে। এটা আমাদের গণতন্ত্রের জন্য বিশাল অর্জন।”

প্রধান উপদেষ্টা ঐকমত্য কমিশনের চেয়ারম্যান প্রফেসর আলী রীয়াজ ও সকল রাজনৈতিক নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, “অসম্ভবকে সম্ভব করার জন্য তারা ইতিহাসে অক্ষয় হয়ে থাকবেন। এই সনদ শুধু রাজনৈতিক ঐক্যের নয়, মানবিক প্রজ্ঞা ও গণতান্ত্রিক চেতনার প্রতীক।”


🔖 বিষয়সমূহ:

ড. মুহাম্মদ ইউনূস | জুলাই সনদ | প্রধান উপদেষ্টা | জাতীয় ঐকমত্য | বাংলাদেশ রাজনীতি

কোন মন্তব্য নেই