গোপালগঞ্জে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গোপালগঞ্জে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

গোপালগঞ্জে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু



গোপালগঞ্জ প্রতিনিধি | টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, বিকেল ৩:১৫

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরে ডুবে মালিহা পাইক (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার বান্দাবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত মালিহা ওই গ্রামের বায়জিদ পাইকের মেয়ে

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, সকালে মালিহা বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করেছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় শিশুদের পুকুরে ডুবে মৃত্যুর ঘটনা বেড়ে গেছে। তারা শিশুদের নিরাপত্তায় বাড়ির আশপাশের জলাশয়ে সুরক্ষা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।


🔖 বিষয়সমূহ:

গোপালগঞ্জ | কোটালীপাড়া | শিশু মৃত্যু | পুকুরে ডুবে মৃত্যু | টাইমস এক্সপ্রেস ২৪

কোন মন্তব্য নেই