আবারও ঢাকায় আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আবারও ঢাকায় আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

আবারও ঢাকায় আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’

অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য দারুণ খবর—আবারও ঢাকায় কনসার্ট করতে আসছে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’। গত বছরের সফল আয়োজনের পর এবার তৃতীয়বারের মতো ঢাকায় মঞ্চ মাতাতে প্রস্তুত তারা।

শুক্রবার (১৭ অক্টোবর) ব্যান্ডের ভোকালিস্ট ও প্রতিষ্ঠাতা সদস্য গওহর মমতাজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুটি স্টোরি পোস্ট করে ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেন।

প্রথম স্টোরিতে ঢাকা শহরের আবহের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “ঢাকা, তোমরা প্রস্তুত?” পরের স্টোরিতে বাংলাদেশের পতাকা থিমে তৈরি একটি অ্যানিমেটেড ভিডিও শেয়ার করেন, যেখানে লেখা ছিল, “ঢাকা, আর ইউ রেডি? গওহর মমতাজ ও জাল ব্যান্ড আসছে!”

এ ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। যদিও অনুষ্ঠানটির তারিখ ও আয়োজকদের নাম এখনও প্রকাশ করা হয়নি, ঢাকার একটি আয়োজক প্রতিষ্ঠান বিষয়টি নিশ্চিত করেছে। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে সময় ও স্থান জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।

২০০২ সালে আতিফ আসলামগওহর মমতাজের হাত ধরে ‘জাল’ ব্যান্ডের যাত্রা শুরু হয়। ২০০৪ সালে তাদের প্রথম অ্যালবাম ‘আদত’ প্রকাশের পরই ব্যান্ডটি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে।

কোন মন্তব্য নেই