ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুতেই চাপে বাংলাদেশ, সাইফ-সৌম্যের বিদায় - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুতেই চাপে বাংলাদেশ, সাইফ-সৌম্যের বিদায়

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরুতেই চাপে বাংলাদেশ, সাইফ-সৌম্যের বিদায়

অনলাইন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় মাত্র ৮ রানের মাথায় দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকারকে হারায় টাইগাররা

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে রোমারিও শেফার্ডের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফেরেন সাইফ হাসান। তিনি ৬ বলে ৩ রান করেন।

এরপর রস্টন চেসের বলে ক্যাচ তুলে আউট হন সৌম্য সরকার। তার ব্যাট থেকে আসে ৬ বলে ৪ রান। ফলে ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খায় মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৬ রান। ক্রিজে আছেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়।

আজকের ম্যাচে প্রথমবারের মতো ওয়ানডে অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। তবে বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারী। একাদশে ফিরেছেন দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টাইগারদের লক্ষ্য এই ম্যাচে জয়ের ধারা ফেরানো। টানা পাঁচটি ওয়ানডে সিরিজে হারার পর এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় মাঠে নেমেছে বাংলাদেশ।

কোন মন্তব্য নেই