ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সেরা ৫ বোলার: শীর্ষে মাশরাফি, এরপর মোস্তাফিজ ও মিরাজ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সেরা ৫ বোলার: শীর্ষে মাশরাফি, এরপর মোস্তাফিজ ও মিরাজ

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সেরা ৫ বোলার: শীর্ষে মাশরাফি, এরপর মোস্তাফিজ ও মিরাজ

সংবাদ:

ওয়ানডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ কখনোই আধিপত্য বিস্তার করতে পারেনি। তবে বল হাতে কয়েকজন বোলার বরাবরই ক্যারিবীয় ব্যাটারদের ত্রাস হয়ে উঠেছেন। আজ শনিবার (১৮ অক্টোবর) থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজেও সেই ঐতিহ্যের ধারাবাহিকতা দেখতে চায় বাংলাদেশ ক্রিকেটপ্রেমীরা।

চলুন দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে সফল পাঁচ বোলার—

আবদুর রাজ্জাক — ১৯ উইকেট
বাংলাদেশ ক্রিকেটের এক নীরব নায়ক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫ ম্যাচে নিয়েছেন ১৯ উইকেট, ইকোনমি রেট ৪.৯০। ২০০৯ সালে তার সেরা বোলিং ছিল ৪/৩৯। সেই ম্যাচে বাংলাদেশকে ৫২ রানের জয়ে নেতৃত্ব দেন রাজ্জাক ও পান ম্যাচসেরার পুরস্কার।

 সাকিব আল হাসান — ২৪ উইকেট
বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল অলরাউন্ডার সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১ ম্যাচে নিয়েছেন ২৪ উইকেট, ইকোনমি রেট ৩.৭৬। ২০২১ সালে মিরপুরে তার ক্যারিয়ারসেরা বোলিং ছিল ৪/৮। সেই ম্যাচে ক্যারিবীয়রা গুটিয়ে যায় মাত্র ১২২ রানে।

 মেহেদি হাসান মিরাজ — ২৭ উইকেট
বর্তমান অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ১৯ ম্যাচে ২৭ উইকেট নিয়ে তালিকায় তৃতীয়। ২০২১ সালে মিরপুরে ৪/২৫ নিয়ে ম্যাচসেরা হন তিনি। তার নিখুঁত লাইন-লেংথ ও ধারাবাহিক পারফরম্যান্স বাংলাদেশকে এনে দেয় ৭ উইকেটের জয়।

 মোস্তাফিজুর রহমান — ২৮ উইকেট
বাংলাদেশের পেস আক্রমণের ভরসা ‘দ্য ফিজ’ মোস্তাফিজুর রহমান ১৬ ম্যাচে নিয়েছেন ২৮ উইকেট, ইকোনমি রেট ৪.৮৮। ২০১৯ সালের ত্রিদেশীয় সিরিজে তার সেরা পারফরম্যান্স ৪/৪৩। সেই ম্যাচে জেসন হোল্ডারের দল থেমেছিল ২৪৭ রানে, এবং বাংলাদেশ জেতে ৫ উইকেটে।

 মাশরাফি বিন মুর্তজা — ৩০ উইকেট
বাংলাদেশের কিংবদন্তি পেসার ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আছেন শীর্ষে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯ ম্যাচে তার শিকার ৩০ উইকেট—যা বাংলাদেশের সর্বোচ্চ। ২০১৮ সালের ত্রিদেশীয় সিরিজে ৯ ওভারে ৪৩ রান দিয়ে ৪ উইকেট নেওয়া ছিল তার অন্যতম সেরা পারফরম্যান্স।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই পাঁচ বোলার বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে রেখে গেছেন অবিস্মরণীয় অধ্যায়। সাকিবের স্পিন জাদু, মিরাজের ধারাবাহিকতা, মোস্তাফিজের কাটার আর মাশরাফির নেতৃত্ব—সব মিলিয়ে প্রতিবারই ক্যারিবীয় ব্যাটারদের বিপাকে ফেলেছেন তারা।

আজ শুরু হওয়া নতুন সিরিজেও তাদের উত্তরসূরিদের কাছ থেকে এমন পারফরম্যান্সই আশা করছে সমর্থকরা।

কোন মন্তব্য নেই